আসসালামু আলাইকুম ।
তালাক সম্পর্কে ওয়াসওয়াসা থাকার কারনে আমি চিন্তিত থাকায় এখানে প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্নটি করার সময় চিন্তিত থাকায় আমার স্বামী আমাকে জিজ্ঞেস করেছিল যে, কি হয়েছে ? আমি তাকে কিছু বলি নাই । আপনাদের কাছ থেকে উত্তর পেয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে । এরপর আমি আমার স্বামীকে বললাম যে, আমি ইসলামিক একটি বিষয়ে প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর পেয়েছি । আমি কি প্রশ্ন করেছিলাম তা তাকে বলি নাই । আমি কিছুদিন ধরে তালাকের সম্পর্কিত একটি বিষয় নিয়ে চিন্তায় ছিলাম, এটা সে জানতো । তাই আমি আপনাদের এখানে কি প্রশ্ন করেছিলাম তা আন্দাজ করে বা বুঝতে পেরে সে আমাকে বলল যে, তালাকের ওইটা ?! আমি বললাম, কি বলছ ? সে আবার বলল যে, তালাকের প্রশ্ন ?! আমি বললাম, হ্যা তালাকের প্রশ্ন ।
উল্লেখ্য যে, এই কথোপকথন এর সময় তালাকের কোনো উদ্দেশ্য ছিল না ।
আপনাদের এখানে আমি এটা নিয়ে প্রশ্ন করেছিলাম , যে , এভাবে বলায় কি কোনো সমস্যা হয়েছে কিনা ?! উত্তর এসেছে যে, কোনো সমস্যা হয় নাই ।
আমি আজকে আমার স্বামীকে এটা জিজ্ঞেস করেছি । বলেছি যে, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি শুধু 'হ্যাঁ বা না' বলে উত্তর দিবা, অন্য কিছু বলা লাগবে না ।
উপরে আমি যে ঘটনাটাকে নিয়ে আমি তালাক শব্দটি সরাসরি ব্যবহার না করে তাকে বলি যে, তুমি কি ওইদিন ওইসব (তালাককে) কে উদ্দেশ্য করে আমাকে কিছু বলেছিলে ? সে উত্তরে বলল, না । আমি আবার বললাম যে, তুমি কি কখনো আমাকে ওইসব (তালাককে) উদ্দেশ্য করে কিছু বলেছ ? সে বলল, না না । এরপর আমি বললাম যে, সত্যি বলো নাই, না ? সে বলল, হ্যা । আমি বললাম, হ্যা মানে ?! সে বলল, না । সে তখন একটু মোবাইল নিয়ে কি যেন দেখছিল, আমি বললাম, তুমি সত্যি বলো নাই, না ? সে হ্যা সূচক মাথা নাড়াল । আমি বললাম যে, তাহলে হ্যা কেন বলো , মাথা নাড়াও যে ! ঠিক করে বলো । সে বলল , আরে না । না ।
এখানে আমার একটু confusion হবার কারনে আমি তাকে একটু পরে আবারও দুইবার জিজ্ঞেস করেছি যে, সে (তালাককে) উদ্দেশ্যে করে আমাকে কখনো কিছু বলেছে কিনা ?! সে স্পষ্ট বলল , না ।
পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, তাহলে তুমি ওই সময় হ্যাঁ বলে আবার হ্যাঁ সূচক মাথা নাড়ালে কেন ?! সে বলল , আমি 'না' ই বলেছি , 'না' বুঝিয়েছি , তুমি বুঝতে ভুল করেছ । আমি তাকে আবার নিশ্চিতভাবে জিজ্ঞেস করেছি যে, তুমি কখনো আমাকে ওইসব (তালাককে) উদ্দেশ্য করে কিছু বলো নাই তো ?? সে নিশ্চিত করে বলেছে , 'না' ।
উল্লেখ্য যে, এই আলোচনার সময় কোথাও সরাসরি তালাক শব্দ বলা হয় নাই । আমার স্বামী আমাকে অনেক ভালোবাসেন । সে এর আগে আমাকে তালাকের উদ্দেশ্যে করে কখনো কিছু বলে নাই । আমাকে উদ্দেশ্য করে 'তালাক' শব্দ ও কখনো বলেন নাই । তাও আমি ওইদিনের আপনাদের এখানে তালাক নিয়ে প্রশ্ন করার কথোপকথন এর ধারাবাহিকতায় তাকে এই প্রশ্ন করেছিলাম । যদিও আপনাদের কাছ থেকে উত্তর পেয়েছিলাম যে, কোনো সমস্যা হয় নাই ।
আমার স্বামী আমাকে নিশ্চিত করে বলেছে যে, সে কখনো আমাকে তালাকের উদ্দেশ্যে কিছু বলে নাই । কিন্তু তখন তাকে প্রশ্ন করার সময় মাঝে সে 'না' কে উদ্দেশ্য করেই 'হ্যা' বলেছিল, মাথা নেড়েছিল । কিন্তু সে আসলে 'হ্যা' কে বুঝায় নাই । আমার বুঝতে একটু confusion হয়েছিল, পরে আমার স্বামী নিশ্চিতভাবে বলেছেন যে, সে তখনও 'না' ই বুঝিয়েছে, আমার বুঝতে ভুল হয়েছে । সে পরে আমাকে নিশ্চিতভাবে বলেছে যে, সে আমাকে কখনো তালাকের উদ্দেশ্যে কোনো কিছু বলে নাই , ওইদিন ও সে তালাকের উদ্দেশ্যে বলে নাই ।
১.এমত অবস্থায়, যদিও আমার স্বামী আমাকে নিশ্চিতভাবে বলেছেন যে, উনি আমাকে তালাকের উদ্দেশ্যে কখনো কিছু বলেন নাই । আমাকে উদ্দেশ্য করে কখনো তালাক শব্দ ও বলেন নাই । আর তখনো সে 'না' ই বুঝিয়েছেন । আর প্রথমে ও সে 'না' ই বলেছিল । তাও কথার মাঝে তার বলা 'না' আর 'হ্যা' বুঝতে confusion হবার কারনে কি কোনো সমস্যা হয়েছে ?!