ওয়া আলাইকুমুস-সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ-
জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানীর পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে
দেওয়া জায়েয হবে না। অবশ্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর পূর্বচুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোশত বা তরকারী দেওয়া যাবে।-আদ্দুররুল
মুখতার ৬/৩২৮
কুরবানী পশু জবাই
করে পারিশ্রমিক দেওয়া-নেওয়া জায়েয। তবে কুরবানীর পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে
দেওয়া যাবে না। -কিফায়াতুল মুফতী ৮/২৬৫
কারণ, কুরবানীর গোশত বিক্রি করা জায়েজ নয়, তাই তা পারিশ্রমিক হিসেবে প্রদানও জায়েজ নয়।
হাদীস শরীফে এসেছে-
حديث عَلِيٍّ رضي الله عنه، أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى
بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا لُحُومَهَا وَجُلُودَهَا
وَجِلاَلَهَا وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا
আলী (রাঃ) থেকে বর্ণিত।
তাঁকে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নিজের কুরবানীর জানোয়ারের পাশে
দাঁড়াতে আর এগুলোর সমুদয় গোশ্ত, চামড়া এবং পিঠের আবরণসমূহ
বিতরণ করতে নির্দেশ দেন এবং তা হতে যেন কসাইকে পারিশ্রমিক হিসেবে কিছুই না দেয়া হয়।
(বুখারী, হাঃ ১৭১৭, মুসলিম,
হাঃ ১৩১৭)
ফাতাওয়ায়ে হিন্দিয়াতে
রয়েছে-
ولا يعطى أجر الجزار والذابح منها
পারিশ্রমিক হিসেবে
কসাই ও জবাইকারীকে কুরবানীর গোশত দেওয়া যাবে না । ( ফাতাওয়ায়ে হিন্দিয়া,৫/৩০১)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
১. কুররবানির পশু
জবাই করে পারিশ্রমিক নেওয়া- দেওয়া জায়েজ
।সুতরাং আপনি তাকে নগদ অর্থও দিতে পারেন। তবে
কুরবানির পশুর গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না।
২. যে কসাই মাংস বানিয়ে
দিবেন তাকে পারিশ্রমিক দেওয়ার পর অন্যান্য ১০ জন মানুষের মত কুরবানীর গোশত দিতে পারেন।
এতে কোন সমস্যা নেই। তবে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দিতে পারবেন না।