প্রশ্ন ১-
ﻭﺃﻧﻜﺤﻮﺍ ﺍﻻﻳﺎﻣﻲ ﻣﻨﻜﻢ ﻭ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻋﺒﺎﺩﻛﻢ ﻭ ﺇﻣﺎﺋﻜﻢ ﺇﻥ ﻳﻜﻮﻧﻮﺍ ﻓﻘﺮﺍﺀ ﻳﻐﻨﻬﻢ ﺍﻟﻠﻪ
(তোমাদের মধ্য হতে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও এবং দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা যদি নিঃস্বও হয়ে থাকেন তবে স্বয়ং আল্লাহ্ তাকে সামর্থ্যবান বানিয়ে দেবেন) ; সূরা নুর। আয়াতঃ ৩২।
সে হিসেবে অনেকে বলেন ,"বিয়ে করলে স্বয়ং আল্লহ রিজিকের দুয়ার খুলে দেন।" (এমনকি অনেক মাওলানারাও বলেছেন)
কিন্তু এই লিংকের ১ম ঘটনার উত্তর এ আপনারা যা বললেন ঠিক বুজলাম না? লিংকটি-- (
https://ifatwa.info/22647/))
সে হিসেবে আমিসহ কয়েক ভাই ---
দিদ্বায় পড়ে গেলাম? তাহলে উপোরক্ত আয়াত শারীফের ব্যাখ্যা কি?
প্রশ্ন ২-
উপরের যে লিংক তাতে ঘটনা ৪ এঁর জবাবে বলেছিলেন "কোথায় বলা আছে লিংক দেয়ার জন্য।" -- নিচে লিংক দিলাম।
(
https://ifatwa.info/17925/?show=17926#a17926) আপনাদের এই ফতোয়ার ১ম প্রশ্নের উত্তরেও বলেছেন যে, "যেহেতু উক্ত প্রশ্নকারী ভাই বেকা্র,তাই ওই ভাইর বিয়ে করা জায়েজ নাই"
সে হিসেবে আমিও উপরের (প্রশ্নে ১) এঁর লিংকে বলেছিলাম উদাহরন হিসেবে " ১ টাকা এখনো রোজাগার না মানে বেকার হলে বিয়ে জায়েজ নাই। আপনাদের ২য় লিংকের ফতুয়া ফলো করে বলেছিলাম। এখন লিংক দিলাম।
উপোরক্ত ২ প্রশ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। দিধায় আছি। (আল্লহ যেন আপনাদের উত্তম বদলা দান করেন -আমীন)