আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
edited by

আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ শাইখ, 

১) একাকী( সুন্নাহ, নফল, বিতর ) সালাতে রুকু সিজদা সহ যেকোনো জায়গায় বাংলায় দোয়া করলে নামাজের কোনো সমস্যা হবে?

২) বিতর সলাত তাহাজ্জুদের সময় পড়ার নিয়ত করে ঘুমালে কিন্তু ঘুমের কারনে পড়তে না পারলে বিতর সালাত কখন কাযা করতে হবে?

৩) বিতর সলাত আদায়ের সঠিক নিয়ম জানতে চাই?

৪) ঘুমের সুন্নাত তরিকা জানতে চাই? ছবি সহ দেখাল অনকে উপকৃত হতাম?

৫) ফজরের দুই রাকাত সুন্নাত না পড়তে পারলে কাযা করতে হবে ? 

৬) তাসবিহদানা ব্যাবহার করা কি বিদআত?

৭) খাটের উপর দস্তরখানা বিছিয়ে খানা খেলে সুন্নাত আদায় হবে? খাবার খাওয়ার সুন্নত তরিকা জানতে চায়?

৮) প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পড়ার কথা বলা হয়েছে! কোনো কারণে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পর না পরে সুন্নাত নামাজের পর নিয়ত করে পড়ি তাহলে কি আদায় হয়ে যাবে?

জাজাকাল্লাহ খায়রান

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
আপনি নামাযের বাহিরে বাংলায় দু'আ করবেন, অথবা আপনি আপনার অন্তরে সেই বিশেষ বিষয়কে উপস্থিত রেখে মুজমাল দু'আ যাতে দুনিয়া আখেরাতের সকল প্রকার কল্যাণ রয়েছে,যেমন "রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ"  কুরআন-হাদীসে বর্ণিত এমন দু'আ করতে পারবেন।

নামাজে এইভাবে বাংলায় দোয়া করলে নামাজ ভেঙ্গে যাবে। 

নফল সালাতে বাংলায় দু'আ সম্পর্কে কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।

বিস্তারিত জানুনঃ   
,
(০২)
আপনি নামাজ আদায়ের নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতিত যেকোনো সময় এটার কাজা আদায় করতে পারেন।
তবে আপনি সাহেবে তারতিব হলে ফজরের ফরজ নামাজের আগেই কাজা আদায় করবেন।
,
(০৩)
এ সংক্রান্ত জানুনঃ

(০৪)
হাদীস শরীফে এসেছেঃ   
হযরত বারা ইবনে আযিব রা. হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যখন ঘুমুতে যাও তখন নামাযের মত ওযু করবে তারপর ডান কাতে শোবে এবং বলবে,
اللّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَأَ مِنْكَ إِلَّا إِلَيْكَ، اللّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ.
অর্থ : ইয়া আল্লাহ! আমি আমার সত্তাকে তোমার কাছে সমর্পণ করলাম, আমার সকল বিষয় তোমার উপর ন্যস্ত করলাম আর তোমাকেই আমার পৃষ্ঠপোষক বানিয়ে নিলাম। তোমার প্রতাপের ভয় ও রহমতের আশা নিয়ে। তুমি ছাড়া নেই কোনো আশ্রয়স্থল, কোনো আত্মরক্ষার স্থান। তোমার কিতাবের উপর ঈমান এনেছি, যা তুমি নাযিল করেছ এবং তোমার নবীর উপর ঈমান এনেছি, যাঁকে তুমি প্রেরণ করেছ।
এ দুআ শিক্ষা দিয়ে বলেন, তুমি যদি এ দুআ পড়ে মারা যাও তাহলে তোমার মৃত্যু হবে দ্বীনে ফিতরতের উপর তথা ঈমানের উপর। আর এ দুআ যেন হয় তোমার ঘুমের আগের শেষ কথা। (অর্থাৎ এটা পাঠ করার পর আর কোনো কথা যেন না বলা হয়।) -সহীহ বুখারী, হাদীস ৬৩১১; সহীহ মুসলিম, হাদীস ২৭১০

ঘুমানোর সুন্নাত সংক্রান্ত বিস্তারিত জানুনঃ   

(০৫)
সুন্নাতের কাজা জরুরি নয়।
তবে যেহেতু ফজর নামাজের সুন্নাত অনেক গুরুত্বপূর্ণ, তাই সূর্য ঢলে যাওয়ার আগেই তার কাজা আদায় করা উচিত।   

(০৬)
এ সংক্রান্ত বিধান জানুনঃ

(০৭)
হ্যাঁ এতে সুন্নাত আদায় হবে।
,
খাবার খাওয়ার সুন্নাতঃ
*খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা।
*দস্তরখানা বিছিয়ে খাওয়া।
*ডান হাত দ্বারা খাবার খাওয়া। 
*হাত চেটে খাওয়া।
*আঙ্গুল চেটে খাওয়া।
*লুকমা তুলে খাওয়া। খাবার গ্রহণের সময় দেখা যায় অনেকের থালা-বাসন থেকে দস্তরখানায় খাবারের লুকমা বা এক-দুই টুকরা ভাত, রুটি কিংবা অন্য সব খাবার পড়ে যায়। তাহলে তা তুলে খাওয়া।
*হেলান দিয়ে না খাওয়া। 
*দোষ-ত্রুটি না ধরা।
*খাবারে ফুঁক না দেওয়া। 
*খাবারের শেষে দোয়া পড়া।

(০৮)
হ্যাঁ এতেও উক্ত আমল এর ফজিলত পাওয়া যাবে।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...