আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
269 views
in সালাত(Prayer) by (35 points)
১.নামাজে হাত  বা পায়ের কাপড় গুটানোর হুকুম কি?হানাফি ফিকহ অনুযায়ী হাফ হাতা কাপড় পরিধান করা মাকরূহ।

* কেউ যদি ফুল হাতা শার্ট বা গেঞ্জি গুটিয়ে( কনুয়ের নিচে) রাখে তাহলেও কি মাকরূহ হবে?

*টাখনুর উপরে কাপড় কি গুটিয়ে পরা যাবে? না গুটানো যাবে না?

২.জামাতে নামাজের ক্ষেত্রে সুন্নাতের সময় না থাকলে জামাত শেষে সুন্নাত আদায় করা যাবে? (ফজরের নামাজেও)

৩.জামাতে নামাজের ক্ষেত্রে  ইমাম যদি পড়া শুরু করে দেন তাহলে কি আমি  [সুবহানাকাল্লাহুম্মা... (ছানা)]পড়তে পারবো?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم


(০১)
সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 


یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾

হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।

★শরীয়তের বিধান মতে হাফ হাতা জামা বা শার্ট পরে নামায আদায় করা মাকরুহে তানযিহি তথা  অনুত্তম।

 (হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ১৯৯; রদ্দুল মুহতার ১/৪৫৭)

বিস্তারিত জানুনঃ 

প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি নামাজের আগে থেকে হাতা গুটানো না হয়ে নামাজের মধ্যেই হাতা গুটানোর বিষয় এখানে উদ্দেশ্য হয়ে থাকে,তাহলে বিধান হলো এখানে তিন তাসবিহ সমপরিমাণ সময় ব্যায় হয়ে আমলে কাসীর হওয়ার  প্রবল সম্ভাবনা রয়েছে,নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা রয়েছে,তাই এটির অনুমোদন নেই।
,
আমলে কাসির সংক্রান্ত বিস্তারিত জানুনঃ

★কেউ যদি ফুল হাতা শার্ট বা গেঞ্জি গুটিয়ে( কনুয়ের নিচে) রাখে তাহলে মাকরূহ হবেনা।

★টাখনু থেকে উপরে কাপড় গুটিয়ে পরা যাবে।
,
(০২)
ফজরের ক্ষেত্রে সূর্য উদিত হওয়ার পর ইশরাক নামাজের ওয়াক্ত থেকে জোহরের আগ পর্যন্ত আদায় করা যাবে।
জোহরের সুন্নাত জোহরের জামাতের পর দুই রাকাত সুন্নাত আদায় করে আগের চার রাকাত সুন্নাত আদায় করবে।

আরো জানুনঃ
,
(০৩)
আপনি সেই সময় চুপ থাকবেন।
ছানা পড়তে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (35 points)
হজরত,সূর্য উদিত হওয়ার পর, ইশরাক থেকে জুহর এর আগ অবদি নামাজ পড়া যাবে মানে তখন নিয়াত কি করবো? এইটা কি কাজা হবে না?নাকি সুন্নাতই আদায় হবে?

ফজরের ফরজ  নামাজ জামাতের  পর সময় থাকলে ও বাকি সুন্নত নামাজ কি ঐ জুহরের আগে পড়বো? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...