১.নামাজে হাত বা পায়ের কাপড় গুটানোর হুকুম কি?হানাফি ফিকহ অনুযায়ী হাফ হাতা কাপড় পরিধান করা মাকরূহ।
* কেউ যদি ফুল হাতা শার্ট বা গেঞ্জি গুটিয়ে( কনুয়ের নিচে) রাখে তাহলেও কি মাকরূহ হবে?
*টাখনুর উপরে কাপড় কি গুটিয়ে পরা যাবে? না গুটানো যাবে না?
২.জামাতে নামাজের ক্ষেত্রে সুন্নাতের সময় না থাকলে জামাত শেষে সুন্নাত আদায় করা যাবে? (ফজরের নামাজেও)
৩.জামাতে নামাজের ক্ষেত্রে ইমাম যদি পড়া শুরু করে দেন তাহলে কি আমি [সুবহানাকাল্লাহুম্মা... (ছানা)]পড়তে পারবো?