জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
প্রথমে টিস্যু দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করে তারপর পানি দিবে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا وَ اللهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ .
তাতে (কোবায়) এমন লোক আছে, যারা অধিকতর পবিত্রতা পছন্দ করে। আর আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। -সূরা তাওবা (৯) : ১০৮
এখানে আল্লাহ তাআলা কোবা এলাকার সাহাবীদের প্রশংসা করেছেন যে, তারা পাক-পবিত্রতা পছন্দ করেন।
তারা ঢিলা ব্যবহারের পর পানি ব্যবহার করতেন।
,
কুবার সাহাবায়ে কেরামগন ঢিলা ব্যবহারের পর পানি ব্যবহার করতেন।
হাদীস শরীফে বর্ণিত হয়েছেঃ
حدثنا عبد الله بن شبيب, ثنا أحمد بن محمد بن عبد العزيز,قال: وجدت في كتابي أبي عن الزهري, عن عبيد الله بن عبد الله, عن ابن عباس قال: نزلت هذه اللآية في أهل قباء فِيْهِ رِجَالٌ يُحِّبُوْنَ أَنْ يَتَطَهَّرُوْا, وَاللُه يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ. فسألهم رسول الله صلى الله عليه و سلم فقالوا: إنا نتبع الحجارة الماء.
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, কোবাবাসীদের সম্পর্কে
فِیْهِ رِجَالٌ یُّحِبُّوْنَ اَنْ یَّتَطَهَّرُوْا وَ اللهُ یُحِبُّ الْمُطَّهِّرِیْنَ.
(এখানে এমন লোক আছে, যারা অধিক পাক-পবিত্রতা পছন্দ করে। আর আল্লাহ তাআলা পাক-পবিত্র লোকদের পছন্দ করেন।) আয়াতটি নাযিল হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা ঢিলা ব্যবহারের পর পানি দ্বারা ধৌত করি।
মুসনাদে বায্যার : নসবুর বায়াহ ১/২১৮; আল-বদরুল মুনীর ২/৩৭৪
আরো জানুনঃ
,
(০২)
হ্যাঁ হিফজ করার কোর্স রয়েছে।
★সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
IOM বিশাল একটি পরিবার।এই বিশাল পরিবারকে নিয়ন্ত্রণের জন্য রয়েছে পৃথক পৃথক বিভাগ।আমাদের এই বিভাগটা হলো ফাতাওয়া সম্পর্কীয়। বিভিন্ন বিষয়ের বিধি-বিধান নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি।সুতরাং অন্যকোনো বিষয় জানতে IOM এর অফিসিয়াল নাম্বার বা ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।
,
(০৩)
না,এইভাবে রোযা রাখা যাবেনা।
নফল রোযার সাথে কাযা রোযার নিয়ত করা সংক্রান্ত বিস্তারিত জানুনঃ