ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কোন ছেলের তার মায়ের হুরমতে মুসাহারাহ হয়ে গেলে তার বাবা-মায়ের মধ্যেকার বিয়ে ভেঙ্গে যাবে। কারণটা অনেক লজ্জাজনক ব্যাপার। সুতরাং এটা না জানাই উত্তম। বরং আপাতত এটাই বুঝুন যে, এটা আল্লাহর হুকুম।
(২) তাওবাহ সবকিছুকে ক্ষমা করে দেয়। এমনকি খালিছ নিয়তে তাওবাহ করলে আল্লাহ শিরকের গোনাহ পর্যন্ত মাফ করে দেন। হুরমতে মুসাহারাহর গোনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তবে হুরমতে মুসাহারাহর মাধ্যমে সাব্যস্তকৃত বিধান কখনো ক্ষমাযোগ্য হবে না।
(৩) হুরমত সংক্রান্ত ওয়াসওয়াসা থেকে মুক্তির উপায়, ইসলামি কালচারকে নিজ ফ্যমিলিতে বাস্তবায়ন করা। অবাধে চলাফেরা না করা। নিজ মাহরামদের সামনেও ফিতনার দিক খেয়াল করে চলাফেরা করা। নিজ মা বোন ইত্যাদির সামনে সতর্কতার সাথে চলাফেরা করা।
(৪) কোন নারীকে শাহাওয়াতের সাথে স্পর্শ করলে সেক্ষেত্রে ব্যভিচারের শরয়ী শাস্তি প্রয়োগ না হলেও যিনার মত গোনাহ হবে।
(৫) হুরমত বা ব্যভিচার এসব কুফরি, শিরকের থেকে বড় না হলেও ব্যভিচারের পাপ কুফর শিরকের কাছাকাছি।
(৬)যিহার দ্বারা স্বামী স্ত্রী মধ্যকার অস্থায়ী হুরমত সাব্যস্ত হয়। কাফফারা আদায় করে নিলে এ অস্থায়ী হুরমত দূর হয়ে যায়।
যিহারের কাফফারা।
একটা গোলাম আযাদ করা চায় গোলাম ঈমানদ্বার হোক বা কাফির হোক।যদি গেলাম আযাদ করা অসম্ভব হয়,তাহলে লাগাতার দুই মাস রোযা রাখতে হবে। যদি রোযা রাখাও অসম্ভব হয়, তাহলে ষাটজন মিসকিন খাওয়াতে হবে। প্রত্যেক মিসকিনকে যব বা কিসমিস হলে এক সা' আর গম হলে অর্ধেক সা' করে দিতে হবে।{ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২১৫} বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/102