আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহ।
এক বোনের প্রশ্ন-
আমার বিয়ে বন্ধের জাদুর সমস্যা ছিল।এখানেও সমস্যার কথা বলে প্রশ্ন করেছিলাম তদবীর নেয়া বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তমভাবে দোয়া কবুল করেছেন।কিন্তু জীন এখনো শরীর থেকে জায়নি।কষ্ট হয় অনেক।বিয়ে হলো নয় দিন রুকিয়াহ পরিপূর্নভাবে করার সময় মিলছেনা।বিয়েটা কোনো রুকিয়াহ বা তদবীরে হয়নাই।একদম আল্লাহ সঠিক সময়ে দুয়ার বরকতে দিয়েছেন।কিন্তু বিয়ের দিন শশুরবাড়ি থেকে দেয়া আংটি হাত থেকে পরে যায়।পরে আবার কয়দিন হাতে দিলে আবারো পরে যায়। অনেক খোজার পরও পাচ্ছিনা।উনারা শুনলে দায়িত্বঙ্গানহীন মনে করবে।অথচ পুকুরের মধ্যে থেকেও কানের বালা ইন্নালিল্লাহ,দোয়া ইউনুস পরে পাইছি।আজ ৩-৪দিন ধরে তন্ন তন্ন করে খুজেও পাচ্ছিনা।নতুন উপহার, নতুন সংসার জি জবাব দিব যদি না পাই।বিয়ের আগেও অনেকের অপমান সহ্য করছি।এখনও অনেকে হিংসা করে ভালো বিয়ে হওয়াতে।কটাক্ষ করে কথা বলছে আত্মীয় স্বজন।জীন শয়তান, মানুষ শয়তান সবাই হিংসা করে এগুলো সবাইকে বলাও যায়না।এখন মাসজিদের এক হুজুর উনি বলছে একদিনের মধ্যে না পাইলে তদবীর লাগবে।উনি বিয়ের তদবীর দিছিল (পানি,তেল পড়া,তাবিজ,হাজতের নামাজ,রোজা রাখা ইত্যাদি) আমি ভয়ে ফেলে দিছি দেইনি।আপনাদের কাছে প্রশ্ন করার পর তাবিজ খুলে রাখতে বলছেন।তাবিজ খুলে দেখি কুরআানের ফজীলতপূর্ন কয়েকটা আায়াত আর একটা নকশা।এরপর নষ্ট করেছি।আমার রুকিয়াহ চলমান ছিল।এখন উনি যেহেতু কুরআন দিয়ে তাবীজ দেয় উনার থেকে আংটি হারানোর জন্য তদবীর নেয়া যাবে? সবাই বলে সংসার টিকানো ফরজ।আগে বলতো বিয়ে ফরজ, তাবিজ নিতে হবে।তবে এখন কেউ জোরাজুরি করবেনা।বলছে নিজে ম্যনেজ করলে করো।আমি সুরা ইউসুফ পরতেছি,দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস পরতেছি।আর সেল্ফ রুকিয়াহ করতে মন চায়না।৩ বছর ধরে চলতেছে।এখন তো সময়ও পাবোনা।ঐ হুজুর কি তদবীর দেয় জানিনা।তবে আগেই জেনে রাখতে চাই।একটা রুমের মধ্যে ছিলাম।রুম থেকে বের হয়ে খাবার খেয়ে ট্যাপে হাত ধুয়ে হাত উচু করে দেখি আংটি নেই।এখন সন্দেহ হচ্ছে জীন সরাইছে।ও চায় আমার সংসারে ঝামেলা করতে।হাস্যকর লাগলেও এটা ভাবা ছাড়া কিছু দেখছিনা।আজেবাজে স্বপ্ন দেখায়।আমার জীবনটা কি এই কষ্ট আর মানুষ,শয়তানের হিংসার মধ্যে দিয়ে যাবে।অনেক দোয়ার পর আল্লাহ নিজের মতো শশুর বাড়ি দিয়েছেন।এখনোও সারাজীবন বাকি।শুরুতেই এমন হলে তো আমার ইমেজ নষ্ট হয়ে যাবে তাদের মাঝে।আমাকে সুপরামর্শ দিবেন