আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
24 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু।

 এক বোনের প্রশ্ন-

আমার বিয়ে বন্ধের জাদু ছিল।পুরো শরীরে জাদুর গীট,জীন চলাচল করে। বিশেষ করে মাথায় প্রচুর চুলকায়।টানা তিন বছর রুকিয়াহ করি কয়েকদিন হলো বিয়ে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।কিন্তু জীন  এখনো আছে।হারের জোরাগুলো সহ পুরো মাথায় চষে বেড়ায় আমি পাগল হয়ে যাবো।ঘারে গীট বের হতে পারেনা না বের হয়না জানিনা।শশুর বাড়ি থেকে আংটি গিফট করছে সেটা হারিয়ে ফেলছি।একটু বড়ো হতো।একবার পরছিল।তুলে রেখে দিছি।পরে আবার হাতে দেই রুম থেকে যেয়ে খাবার খেয়ে ট্যাপের নিচে হাত ধুয়ে হাতের দিকে তাকিয়ে দেখি নেই।তন্নতন্ন করে খুজছি পাইনা।আমি সতর্ক মানুষ।কখনো জিনিস হারায়না।পুকুরের মধ্যে গোল্ড পরছে সেটা ইন্না লিল্লাহ,দোয়া ইউনুস পরে খুজে পাই।আর এটা পাইলামনা।আমার মাথায় কোনো কাজই করলো না।সুরা ইউসুফ,দুরুদ,ইস্তিগফার,তাহাজ্জুদ,হাজত ইত্যাদি পরতেছি।এখন একজন মাওলানা +ইমাম উনি আমাকে বিয়ের জন্যও আমল+তাবিজ দিয়েছিল।জোর করে মা হাতে দেয়ার পর আমি অনুভব করলাম হার্টের মধ্যে থেকে কি যেন সরে গেল।কৌতুহল বাড়লো।আপনাদের এখানে প্রশ্ন করায় বলছেন,তেল,পানি,আর দোয়া কুরআান তিলওয়াত করতে(এগুলো উনি আমল করতে দিছিল)তাবিজ খুলে রাখতে বলছেন।আমিও খুলে রাখছি।পরে খুলে তাবিজের মধ্যে বেশ ফজীলতপূর্ন আয়াত আর একটা আরবি সংখ্যার নকশা দেখি।এখন ঐ হুজুর বলছে একদিনের মধ্যে খুজে না পাইলে তদবীর দিবে।কি দিবে বলেনাই।উনি তো কুরআানের আয়াত দিয়ে তাবিজ দেয়।তাছারা আমি সব সময় কুরআান পরি,রুকিয়াহ তো চলতেই আছে।মন চাচ্ছে আমলের পশাপাশি তদবীর আনি।আমার বিয়েটা হতে অনেকের কথা শুনছি।এখনো হিংসা করে মানুষ কথা বলছে।চুপ করে আছি।আমার মনে হচ্ছে বিয়ে হওয়াতে আমার সাথের জীন বিয়ের আংটিটা রেগে লুকিয়ে ফেলছে।কেননা বিয়ে তো আটকাতে পারেনি।এখন সংসারে ঝামেলা করবে।অনেক জায়গায় শুনছি জীনের কারনে ডিভর্স হয়।।আমি রেগে যাই হাজবেন্ডের সাথে আবার চুপ হয়ে যাই। মাথায় কাজ করেনা আমার,পায়ের তলায় টিপ টিপ করে ভুলে যাই অনেক কিছু কি করবো।ভালো কাজে জীনের সহায়তা নেয়া যায়না? ক্ষমতা তো আল্লাহরই।আমার সংসার টা বাচাতে চাই।অনেক দোয়ার পর আল্লাহ মিলিয়ে দিছে।সবে তো শুরু।আমার ইমান দুর্বল হয়ে গেছে মনে হয়।লিখতেও কষ্ট হচ্ছে মাথায় রগ টানে,হাটে এগুলো সহ্য করার মতো না।কী করবো ছোটো বোন হিসেবে পরামর্শ চাই।এলোমেলো লেখা হয়েছে তার জন্য আফওয়ান।

জাজাকুমুল্লাহু খাইরান ফিদ্দুনিয়াহ ওয়াল আখিরাহ।

1 Answer

0 votes
by (732,000 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বপ্রথম পরামর্শ দিবো,ভালো কোনো বিশুদ্ধ আকিদার মুদাব্বিরের শরণাপন্ন হওয়ার।মুদাব্বির মানে যিনি কুরআন হাদীস থেকে সেহেরের চিকিৎসা করে থাকেন।যাকে রুকইয়ায়ে শরঈয়্যাহ বলা হয়।
তাছাড়া আপনাকে ঘরোয়া ভাবে কিছু রুকইয়ার পরমার্শ দিচ্ছি,
(১)সকল প্রকার ফরয ওয়াজিব ইবাদত যত্নসহকারে পালন করা।এবং সকল প্রকার হারাম ও নাজায়ে কাজ হতে বেঁচে থাকে।
(২) অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করা।
(৩)দু'আ, জায়েয তাবীয ও যিকিরের মাধ্যমে নিজেকে হেফাজতের চেষ্টা করা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3469

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি গুরুত্বসহকারে ফরয নফল নামায পড়বেন।এবং দৈনিক সূরা বাকারা পড়বেন। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হুজুর, বোনের সমস্যা কিছুটা কমেছে। এখন সরাসরি রুকিয়াহর প্রতি অনীহা প্রকাশ করছে।কেননা আশেপাশের রাকির কন্সাটেশন ফি,রুকিয়াহর ফি তুলনামূলক বেশি। প্রবল ধারনা আংটিটা হারানো এই জিন সংশ্লিষ্ট।কিন্তু রুকিয়াহ করতে না চাওয়া টাকার জন্য এটা কি শয়তানের প্ররোচনা/শয়তান বিলম্ব করাচ্ছে?

১)হারানো জিনিস খুজে পাওয়ার কোনো বিশেষ আমাল আছে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...