আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু।
এক বোনের প্রশ্ন-
আমার বিয়ে বন্ধের জাদু ছিল।পুরো শরীরে জাদুর গীট,জীন চলাচল করে। বিশেষ করে মাথায় প্রচুর চুলকায়।টানা তিন বছর রুকিয়াহ করি কয়েকদিন হলো বিয়ে সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।কিন্তু জীন এখনো আছে।হারের জোরাগুলো সহ পুরো মাথায় চষে বেড়ায় আমি পাগল হয়ে যাবো।ঘারে গীট বের হতে পারেনা না বের হয়না জানিনা।শশুর বাড়ি থেকে আংটি গিফট করছে সেটা হারিয়ে ফেলছি।একটু বড়ো হতো।একবার পরছিল।তুলে রেখে দিছি।পরে আবার হাতে দেই রুম থেকে যেয়ে খাবার খেয়ে ট্যাপের নিচে হাত ধুয়ে হাতের দিকে তাকিয়ে দেখি নেই।তন্নতন্ন করে খুজছি পাইনা।আমি সতর্ক মানুষ।কখনো জিনিস হারায়না।পুকুরের মধ্যে গোল্ড পরছে সেটা ইন্না লিল্লাহ,দোয়া ইউনুস পরে খুজে পাই।আর এটা পাইলামনা।আমার মাথায় কোনো কাজই করলো না।সুরা ইউসুফ,দুরুদ,ইস্তিগফার,তাহাজ্জুদ,হাজত ইত্যাদি পরতেছি।এখন একজন মাওলানা +ইমাম উনি আমাকে বিয়ের জন্যও আমল+তাবিজ দিয়েছিল।জোর করে মা হাতে দেয়ার পর আমি অনুভব করলাম হার্টের মধ্যে থেকে কি যেন সরে গেল।কৌতুহল বাড়লো।আপনাদের এখানে প্রশ্ন করায় বলছেন,তেল,পানি,আর দোয়া কুরআান তিলওয়াত করতে(এগুলো উনি আমল করতে দিছিল)তাবিজ খুলে রাখতে বলছেন।আমিও খুলে রাখছি।পরে খুলে তাবিজের মধ্যে বেশ ফজীলতপূর্ন আয়াত আর একটা আরবি সংখ্যার নকশা দেখি।এখন ঐ হুজুর বলছে একদিনের মধ্যে খুজে না পাইলে তদবীর দিবে।কি দিবে বলেনাই।উনি তো কুরআানের আয়াত দিয়ে তাবিজ দেয়।তাছারা আমি সব সময় কুরআান পরি,রুকিয়াহ তো চলতেই আছে।মন চাচ্ছে আমলের পশাপাশি তদবীর আনি।আমার বিয়েটা হতে অনেকের কথা শুনছি।এখনো হিংসা করে মানুষ কথা বলছে।চুপ করে আছি।আমার মনে হচ্ছে বিয়ে হওয়াতে আমার সাথের জীন বিয়ের আংটিটা রেগে লুকিয়ে ফেলছে।কেননা বিয়ে তো আটকাতে পারেনি।এখন সংসারে ঝামেলা করবে।অনেক জায়গায় শুনছি জীনের কারনে ডিভর্স হয়।।আমি রেগে যাই হাজবেন্ডের সাথে আবার চুপ হয়ে যাই। মাথায় কাজ করেনা আমার,পায়ের তলায় টিপ টিপ করে ভুলে যাই অনেক কিছু কি করবো।ভালো কাজে জীনের সহায়তা নেয়া যায়না? ক্ষমতা তো আল্লাহরই।আমার সংসার টা বাচাতে চাই।অনেক দোয়ার পর আল্লাহ মিলিয়ে দিছে।সবে তো শুরু।আমার ইমান দুর্বল হয়ে গেছে মনে হয়।লিখতেও কষ্ট হচ্ছে মাথায় রগ টানে,হাটে এগুলো সহ্য করার মতো না।কী করবো ছোটো বোন হিসেবে পরামর্শ চাই।এলোমেলো লেখা হয়েছে তার জন্য আফওয়ান।
জাজাকুমুল্লাহু খাইরান ফিদ্দুনিয়াহ ওয়াল আখিরাহ।