এমন কিছু ব্যাক্তি আছে যারা প্রতিনিয়ত আমাদের তাদের কথা আচরণ দিয়ে আমাদের কষ্ট দেয় এবং প্রতিনিয়ত জুলুম করে, এর জন্য তারা কখনো অনুতপ্ত তো হয়ই না বরং নিজেকে ঠিক বলেই আজীবন অতিবাহিত করে। এই লোকগুলোর আচরণের প্রতিবাদ আমরা করতে পারিনা কারন এতে সমস্যা আরো প্রকট হয়ে যায়, আরো বেশি কষ্ট পেতে হয়। আবার কাউকে কিছু বলতেও পারিনা বললেই গীবত হয়। ক্ষমা মহৎ গুণ, আল্লাহ সুব-হানাহু ওয়া তা'আলা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন এবং যারা ক্ষমা করে তাদের কেউ তিনি পছন্দ করেন। তাই আমরা ওই সমস্ত ব্যাক্তি কে যদি ক্ষমা করে দেই তাহলে এর মানে কি দ্বারায়? তারা দুনিয়াতে সবার সামনে উত্তম থাকে, নিজের কৃতকর্মের জন্য কখনোই অনুতপ্ত হয়না, আবার তারা ক্ষমা পেয়ে আখীরাতে শাস্তির সম্মুখীন হয় না। তাহলে এই যে সারাটা জীবন একটা মানুষ কে কষ্ট দিলো, মানুষিক ভাবে বিধ্বস্ত করে দিল এবং বাহ্যিক ভাবেও কষ্ট দিলো এর জন্য তাদের কোন শাস্তিই মিলবে না? তারা জানবেও না তারা যে ভুল করেছে কারণ ক্ষমা করে দেয়ার কারনে তো তারা আর তার শাস্তির অথবা প্রশ্নের সম্মুখীন হলো না। ব্যাপারটা কি এমন?