আসসালামু আলাইকুম
১)পিরিয়ড চলাকালীন ৫টি রোজা কাযা হয়েছে সেগুলো আর শাওয়াল মাসে ৬ রোজা দুইটা যদি একসাথে থেকে দেই তাহলে কি হয়ে যাবে নাকি আলাদা আলাদা থাকতে হবে? চাচ্ছিলাম যে দুইটা একসাথে থেকে দেই,,,তাহলে কি আদায় হবে?
২)ঘুমানোর পূর্বে যে আমলগুলো রয়েছে সুরা মূলক পাঠ করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আয়তাল কুরসি এগুলো কি ওযু করেই পড়তে হবে,,, যদিও ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো উত্তম,,, হঠাৎ যদি ওযু ভেঙে যায় বা ওযু করতে মনে না থাকলে সে ক্ষেত্রে অজু ছাড়ায় এগুলো পড়া যাবে কিনা?
৩) হায়েজ অবস্থায় যেহেতু কুরআন তেলাওয়াত করা জায়েজ নেই সে ক্ষেত্রে কি ঘুমানোর পূর্বে সূরা মূলক পড়া যাবে?
৪) পানের সাথে জর্দা খেলে কি নামাজ কবুল হয়,,, যেহেতু এবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল-হারাম বেঁচে খাওয়া সে ক্ষেত্রে জর্দা খেলে কি নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে,,,আম্মুকে মানা করার পরেও সহজে ছাড়তে পারে না জর্দা খাওয়াটা,,সেক্ষেত্রে কি উনি গুনাগার হচ্ছে?
৫) বিতর নামাজ তো ৩ রাকাত কিন্তু শুনেছি যে বিজর পড়া লাগবে,,, ১ রাকাত ও নাকি পড়া যায় তাই আমি যখন খারাপ লাগে তখন ১ রাকাত পড়ে দেই,,,১ রাকাত কি পড়া যায়?