আসসালামুআলাইকুম,
একজন আমাকে অনেক আগে একটা স্বর্ণের চেইন গিফট দিয়েছিল।কিন্তু তার ইনকাম অধিকাংশই হারাম, তাই আমি চেইনটি নিজে ব্যবহার না করে আমার আরেক বিওশালী বোনকে দিয়ে দিয়েছি,তবে এই চেইনটি যে হারাম সেটা আমি তার কাছে গোপন রেখেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যেহেতু হারাম জিনিসটি আরেকজন বড়লোককে দিয়ে দিয়েছি,এখন আমি যদি ঐ হারাম জিনিসের সমপরিমান টাকা সদাকা না করি,তাহলে কি আমার দোয়া ইবাদত কবুল হবে?