আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

১.ধরুন ,কোনো দোকানে সাধারণ মানুষদের জন্য হালিম বিক্রি হয় ১০০ টাকায় এক বাটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্য ৫০ টাকায় এক বাটি। এখন কেউ যদি হালিম খাওয়ার ইচ্ছা পোষণ করে আর কম দামে হালিম খেতে সে মাদ্রাসার একজন ছাত্রকে দিয়ে ১০০ টাকায় দুইটি হালিম আনলো (যেহেতু মাদ্রাসার ছাত্রদের জন্য ১ বাটি ৫০ টাকা) ।এখন নিজে খাওয়ার জন্য মাদ্রাসার ছাত্রকে দিয়ে হালিম আনানো জায়েয হয়েছে?এই হালিম খাওয়া কি জায়েয? নাজায়েজ হলে করণীয় কি?

২.প্রাপ্তবয়ষ্ক পুরুষের বমি কি নাপাক (মুখ ভরে বা মুখ না ভরে উভয় ক্ষেত্রে)?

৩.মসজিদে নামাজ পড়ার সময় অনিচ্ছাকৃত ভাবে নাকের পানি বা শরীরের ঘাম মেঝেতে পড়লে কি গুণাহ হবে? এবং এই পানি যদি শুকিয়ে না যায় তবে তা কি মুছে দিতে হবে?না মুছলে কি গুণাহ হবে?

৪.যদি বালতির পানিতে পিপড়া পরে আর পরার পর মরে যায় তবে বালতির পানি দিয়ে কি ওযু গোসল ইস্তিঞ্জা করা যাবে?

৫.যদি বালতির পানিতে মৃত পিপড়া পরে তবে ঐ বালতির পানি দিয়ে ওযু গোসল ও ইস্তিঞ্জা করা যাবে?
৬. যেসব মসজিদে বিদআত হয় তাতে দান করা ও দানের বাক্স এগিয়ে দেওয়া ( নামাজের পর পাশের মুসল্লিকে দানের বাক্স এগিয়ে দেওয়া হয় সেটার কথা বলছি) কি জায়েয?

৭. পায়ুপথের ত্বক ও ভিতরের গহ্বর কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু কি ভেঙ্গে যাবে ?

৮. নাপাক ও নোংরা কাপড়ের সাথে ইসলামী পোশাক রাখলে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (641,250 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নিজে খাওয়ার জন্য মাদ্রাসার ছাত্রকে দিয়ে কমদামে হালিম আনানো জায়েয হবে না।

(২)  প্রাপ্তবয়ষ্ক পুরুষের বমি নাপাক (মুখ ভরে হোক বা নাই হোক। )

(৩) মসজিদে নামাজ পড়ার সময় অনিচ্ছাকৃত ভাবে নাকের পানি বা শরীরের ঘাম মেঝেতে পড়লে গুণাহ হবে না। এই পানি যদি শুকিয়ে না যায়, তবে তা মুছে দেওয়া উত্তম। তবে না মুছলেও কোনো গুণাহ হবে না।

(৪)যদি বালতির পানিতে পিপড়া পরে আর পরার পর মরে যায় তবে বালতির পানি দিয়ে ওযু গোসল ইস্তিঞ্জা করা যাবে।

(৫) যদি বালতির পানিতে মৃত পিপড়া পরে তবে ঐ বালতির পানি দিয়ে ওযু গোসল ও ইস্তিঞ্জা করা যাবে।

(৬) যেসব মসজিদে বিদআত হয় তাতে দান করা ও দানের বাক্স এগিয়ে দেওয়া ( নামাজের পর পাশের মুসল্লিকে দানের বাক্স এগিয়ে দেওয়া হয় সেটার কথা বলছি) যাবে।

(৭) পায়ুপথের ত্বক ও ভিতরের গহ্বর কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু ভেঙ্গে যাবে  না।

(৮) নাপাক ও নোংরা কাপড়ের সাথে ইসলামী পোশাক রাখলে গুনাহ হবে না। তবে উত্তম হল পৃথক রাখা।





(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
১ নং এর ক্ষেত্রে যদি হালিম খায় তবে করণীয় কি?
by (641,250 points)
বিক্রেতাকে সঠিক মূল্য দিতে হবে। ছাত্রদের জন্য কমিশন বাদে যত টাকা সাধারণ মূল্য থাকবে, তত টাকা পরিশোধ করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...