ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নিজে খাওয়ার জন্য মাদ্রাসার ছাত্রকে দিয়ে কমদামে হালিম আনানো জায়েয হবে না।
(২) প্রাপ্তবয়ষ্ক পুরুষের বমি নাপাক (মুখ ভরে হোক বা নাই হোক। )
(৩) মসজিদে নামাজ পড়ার সময় অনিচ্ছাকৃত ভাবে নাকের পানি বা শরীরের ঘাম মেঝেতে পড়লে গুণাহ হবে না। এই পানি যদি শুকিয়ে না যায়, তবে তা মুছে দেওয়া উত্তম। তবে না মুছলেও কোনো গুণাহ হবে না।
(৪)যদি বালতির পানিতে পিপড়া পরে আর পরার পর মরে যায় তবে বালতির পানি দিয়ে ওযু গোসল ইস্তিঞ্জা করা যাবে।
(৫) যদি বালতির পানিতে মৃত পিপড়া পরে তবে ঐ বালতির পানি দিয়ে ওযু গোসল ও ইস্তিঞ্জা করা যাবে।
(৬) যেসব মসজিদে বিদআত হয় তাতে দান করা ও দানের বাক্স এগিয়ে দেওয়া ( নামাজের পর পাশের মুসল্লিকে দানের বাক্স এগিয়ে দেওয়া হয় সেটার কথা বলছি) যাবে।
(৭) পায়ুপথের ত্বক ও ভিতরের গহ্বর কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু ভেঙ্গে যাবে না।
(৮) নাপাক ও নোংরা কাপড়ের সাথে ইসলামী পোশাক রাখলে গুনাহ হবে না। তবে উত্তম হল পৃথক রাখা।