আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১.ধরুন ,কোনো দোকানে সাধারণ মানুষদের জন্য হালিম বিক্রি হয় ১০০ টাকায় এক বাটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের জন্য ৫০ টাকায় এক বাটি। এখন কেউ যদি হালিম খাওয়ার ইচ্ছা পোষণ করে আর কম দামে হালিম খেতে সে মাদ্রাসার একজন ছাত্রকে দিয়ে ১০০ টাকায় দুইটি হালিম আনলো (যেহেতু মাদ্রাসার ছাত্রদের জন্য ১ বাটি ৫০ টাকা) ।এখন নিজে খাওয়ার জন্য মাদ্রাসার ছাত্রকে দিয়ে হালিম আনানো জায়েয হয়েছে?এই হালিম খাওয়া কি জায়েয? নাজায়েজ হলে করণীয় কি?
২.প্রাপ্তবয়ষ্ক পুরুষের বমি কি নাপাক (মুখ ভরে বা মুখ না ভরে উভয় ক্ষেত্রে)?
৩.মসজিদে নামাজ পড়ার সময় অনিচ্ছাকৃত ভাবে নাকের পানি বা শরীরের ঘাম মেঝেতে পড়লে কি গুণাহ হবে? এবং এই পানি যদি শুকিয়ে না যায় তবে তা কি মুছে দিতে হবে?না মুছলে কি গুণাহ হবে?
৪.যদি বালতির পানিতে পিপড়া পরে আর পরার পর মরে যায় তবে বালতির পানি দিয়ে কি ওযু গোসল ইস্তিঞ্জা করা যাবে?
৫.যদি বালতির পানিতে মৃত পিপড়া পরে তবে ঐ বালতির পানি দিয়ে ওযু গোসল ও ইস্তিঞ্জা করা যাবে?
৬. যেসব মসজিদে বিদআত হয় তাতে দান করা ও দানের বাক্স এগিয়ে দেওয়া ( নামাজের পর পাশের মুসল্লিকে দানের বাক্স এগিয়ে দেওয়া হয় সেটার কথা বলছি) কি জায়েয?
৭. পায়ুপথের ত্বক ও ভিতরের গহ্বর কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু কি ভেঙ্গে যাবে ?
৮. নাপাক ও নোংরা কাপড়ের সাথে ইসলামী পোশাক রাখলে কি গুনাহ হবে?