আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আমি কুরআন ও হাদিসের আলোকে বিয়ে সংক্রান্ত কিছু বিষয় জানতে চাই।
১.বিয়েতে মোহর কিভাবে নির্ধারণ করতে বলা হয়েছে? (মেয়ে পক্ষের অভিভাবক ছেলের সামর্থের বাইরে বড় অংকের মোহর ধার্য করতে চায়,এটাকেই যৌক্তিক মনে করে ও সবকিছু ভালো লাগা সত্ত্বেও এটা ঠিকঠাক না হলে মেয়ে বিয়েই দিবে না, এমন মনমানসিকতা রাখে । তাদের ধারণা এতে বিয়ে ভাঙ্গার সম্ভাবনা থাকবে না। কিন্তু পাত্রী চায় পাত্রের সামর্থ অনুযায়ী মোহর নির্ধারণ করতে।)
২.যদি মোহর নির্ধারণে কিছু গোপন কৌশল অবলম্বন করা হয় তা কি জায়েজ হবে?(বিয়েতে নাম মাত্র মোহর লেখা হবে, যেটা অভিভাবক চায়,তবে পাত্র পরিশোধ করবে ওটাই যা তার সামর্থে আছে, এক্ষেত্রে জানবে শুধু মেয়ের মা আর ছেলে পক্ষের অভিভাবক, এতে পাত্রীর সম্মতি থাকবে।)
৩.মোহর পরিশোধ করা কি ফরজ?
৪.জাঁকজমকপূর্ণ বিয়ে ইসলাম অনুমোদন করে?
৫..বিয়েতে কি তিনবার কবুল বলতে হয়, না বললে বিয়ে অশুদ্ধ হবে?