আসসালামু আলাইকুম।
১.নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়ার পর ১ম রাকাতে সূরা নাস পড়ে ফেলে তাহলে এরপর কোন কোন সূরা পড়া যাবে?
২.সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়লে একবার পড়লে কি যথেষ্ট হবে নামাজে?
৩.বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সিজদায় চলে গেলে এরপর কি নতুনভাবে আবার নামাজ পড়তে হবে?
৪.কোনো কারনে স্বামী যদি বলে তোমার না পোষালে ডিভোর্স দিয়ে দাও। স্ত্রী বলে এসব বলবানা সমস্যা হয়ে যেতে পারে। তখন স্বামী যদি এভাবে বলে যে- ' আগে যে তুমি সারাক্ষণ ডিভোর্স ডিভোর্স ডিভোর্স করতা? আগে যে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স করতা তখন কিছু হতোনা? ( স্বামী কখনোই দেয়নায়)
এভাবে বলায় কি সমস্যা হয়েছে? সম্পর্ক ঠিক আছে?