আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম।
১.নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়ার পর ১ম রাকাতে সূরা নাস পড়ে ফেলে তাহলে এরপর কোন কোন সূরা পড়া যাবে?

২.সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়লে একবার পড়লে কি যথেষ্ট হবে নামাজে?
৩.বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে সিজদায় চলে গেলে এরপর কি নতুনভাবে আবার নামাজ পড়তে হবে?
৪.কোনো কারনে স্বামী যদি বলে তোমার না পোষালে ডিভোর্স দিয়ে দাও।  স্ত্রী বলে এসব বলবানা সমস্যা হয়ে যেতে পারে। তখন স্বামী যদি এভাবে বলে যে- ' আগে যে তুমি সারাক্ষণ ডিভোর্স ডিভোর্স ডিভোর্স করতা?  আগে যে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স করতা তখন কিছু হতোনা? ( স্বামী কখনোই দেয়নায়)
এভাবে বলায় কি সমস্যা হয়েছে? সম্পর্ক ঠিক আছে?

1 Answer

0 votes
by (592,380 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পাঠ করা উচিত। তবে ইচ্ছাকৃত ফরযের উভয় রাকাতে একই সূরা পাঠ করা অনুত্তম। অবশ্য এ ভুলের কারণে সাহু সিজদা দিতে হয় না।

ইচ্ছাকৃতভাবে এমনটি করা মাকরুহে।
তবে অনিচ্ছায় হয়ে গেলে সমস্যা নেই।

قَرَأَ فِي الْأُولَى – {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]- أَعَادَهَا فِي الثَّانِيَةِ إنْ لَمْ يَخْتِمْ نَهْرٌ لِأَنَّ التَّكْرَارَ أَهْوَنُ مِنْ الْقِرَاءَةِ مَنْكُوسًا بَزَّازِيَّةٌ، (رد المحتار، كتاب الصلاة، باب  صفة الصلاة-2/268)
সারমর্মঃ 
কোনো ব্যাক্তি যদি প্রথম রাকাতে সুরা নাস পড়ে,তাহলে সে ২য় রাকাতেও সুরা নাস পড়বে।

(০২)
হ্যাঁ, যথেষ্ট হবে।

(০৩)
এক্ষেত্রে নতুন ভাবে নামাজ পড়তে হবেনা।
ঐ নামাজই চালিয়ে যাবে,শুধুমাত্র শেষে সেজদায়ে সাহু আদায় করবে।

হাদীস শরীফে এসেছেঃ

عن الحسن قال: من نسى القنوت فى الوتر، سجد سجدتى السهو (السنن الكبرى للبيهقى، كتاب الصلاة، باب من نسى القنوت سجد للسهو، دار الفكر-3/309، رقم-3983، دار الحديث القاهرة-2/699 رقم-3876)
সারমর্মঃ
হাসান রহঃ বলেন, যে ব্যাক্তি বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যায়,সে সেজদায়ে সাহুর দুই সেজদাহ আদায় করবে।

لو تذكر القنوت فى الركوع فإنه لا يعيد ……… يسجد للسهو الخ (البحر الرائق، كتاب الصلاة، سجود السهو-2/166)
সারমর্মঃ
যদি রুকুতে দোয়ায়ে কুনুত এর কথা স্বরন আসে,তাহলে সে ফিরে যাবেনা,সেজদায়ে সাহু আদায় করবে।  

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
এভাবে বলায় তাদের বৈবাহিক সম্পর্কে সমস্যা হয়নি। প্রশ্নে উল্লেখিত ছুরতে তাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...