১) স্বামীকে যদি বলা হয়, তোমার সাথে আমি জান্নাতে থাকব না। অন্য কাউকে নেব, তাহলে কি গুনাহ হবে? (স্ত্রী এটা অভিমান করে বলে)। স্বামী যদি ১ নাম্বারের কথা বলার কারণে কষ্ট পায় গুনাহ হবে? আর কষ্ট না পেলে গুনাহ হবে? স্বামীর প্রবল ইচ্ছা স্ত্রীর সাথে থাকবে।
২) যুহরের নামাজে, প্রবল বিশ্বাস ৩য় রাকাতে আছি তাই দুই সিজদাহর পর , উঠে দাঁড়িয়ে ৪র্থ রাকাতে বসি এবং অতঃপর মনে হয় সত্যিই কি পূর্বের রাকাত ৩য় রাকাত ছিল নাকি ২য় রাকাত? তাই ৪র্থ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়া শেষে আবার দাঁড়িয়ে ৫ম রাকাতে বসে আত্তাহিয়াতু লাস্টে দুই দিকে সালাম দিয়ে সাহু সিজদাহ দিই। আমার নামাজ কি হয়েছে?
৩) স্বামী হিদায়াতের পূর্বে অনেক মেয়েকে পছন্দ করতো এবং সেই কথা স্ত্রীকে বলেছে। এখন স্ত্রী যদি মাঝে মাঝেই ঐ মেয়েগুলোকে পূর্বে পছন্দ করার কারণে স্বামীকে বলে, ঐ মেয়েকেই ভালোবাসো, কী পেয়েছিল্লা ওর মাঝে, এখনো হেনতেন। যাদের পছন্দ করত তাদের নাম তুললে স্ত্রীর গুনাহ হবে?
৪) সূরা ইমরানে ও সূরা বাকারার কোনো ফজিলত আছে সহিহ হাদিসে বর্ণিত?
৫) সূরা নাবা এর ফজিলত কী?
৬) কেউ যদি বলে দ্বয়িফ হওয়া সত্ত্বেও ইয়াসিনকে যেভাবে প্রচার করা হয়, সূরা মুলক ও সূরা বাকারা, সূরা ইমরানের প্রচার সেভাবে করা হয়না। আর এভাবেই বিদ'আতের সূচনা হয়। তাহলে তাকে কী বলব?
৭) আমি একটা ফেসপ্যাক মুখে হাতে ইউস করি যা ২ মিনিট মুখে পানির সাথে মেখে রাখলে শুকিয়ে যায়। তো এটা আমি ৩০/৪০ মিনিট রাখি হাতে ফেসে। কিন্তু ওজু থাকা অবস্থায় এই ফেসপ্যাক মেখে নামাজ পড়া যাবে কি? অথবা কুরআন তিলওয়াত? আমার হাতের তালুতেও ভরে যায় এই ফেসপ্যাক, এবং তা শুকিয়ে যায় ১ মিনিটেই। কিন্তু কোথাও ভরে না শুকনো আরকি একেবারেই । তো ওজু অবস্থায় সেই হাত দিয়ে আমি কুরআন স্পর্শ করতে পারব?(শুকনো তাই স্পর্শ করলেও কিছু হয়না) আমার জানামতে এটাতে কোনো হারাম উপাদান নেই। ওয়াল্লাহু আলাম।
(আমি যেই ফেসপ্যাক ইউস করি সেটা হচ্ছে থানাকা ফেসপ্যাক। থানাকা (Thanaka) হলো একটি প্রাকৃতিক উপাদান যা মায়ানমারের স্থানীয় গাছের ছাল থেকে তৈরি করা হয়। এটি মায়ানমারের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। থানাকা ফেস প্যাকের মূল উপাদান হল থানাকা পাউডার, যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে খুবই কার্যকরী।)