আসসালামু আলাইকুম,
আল্লাহ সব কিছুই জানেন। তার জ্ঞানের বাহিরে কিছুই নেই। তিনি সব জানেন এবং সেই সত্য তিনি একটি কিতাবে লিখিত রেখেছেন। আপনি ভালো কাজ করবেন, মানষের উপকার করবেন, ঘুমানবেন, পানি পান করবেন, খারাপ কাজ করবে, ছিনতাই করবে, মানুষকে গালি দিবেন সব কিছুই আল্লাহ আগের থেকে জানেন এবং তা লিখে রেখেছে। আল্লাহ লিখে রেখেছেন এই জন্যে আপনি এমন করেছেন তা কিন্তু নয়। আল্লাহ জানতেন যে আপনি এমন কিছু করবেন এবং সেই তথ্যটাই লিখে রেখেছেন।
আল্লাহ আমাদের সুবিধার জন্যে কিছু বিষয় একদম ফিক্সড করে দিয়েছে যা পরিবর্তন সম্ভব নয়। যেমন ধরেন মৃত্যু। চিন্তা করে দেখেন। আপনার কপালে মৃত্যু লিখা নেই, অথচ আপনি ১ হাজার ফুট উচু পাহাড় থেকে নিচে পরে গিয়েছে ও অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন। শতবার মৃত্যুর সমান যন্ত্রণা হচ্ছে আপনার কিন্তু আপনি মরছেন না। অথবা আগুনে পুড়ছেন কিন্তু মৃত্যু আসছে না আবার আগুনও নিভছে না। কি অবস্থা হবে ভেবেছেন? তাই অনেক সময় মৃত্যুটাও একটা রহমত। আল্লাহ এই মৃত্যু ফিক্সড করে রেখেছেন। আল্লাহ্ সব থেকে ভালো জানেন। তিনি আমাদের জন্যে উপযুক্ত সময়ের মৃত্যু নির্ধারন করে রেখেছেন। আপনি হয়তো সুইসাইড করতে যাচ্ছেন। এমন অনেকে দেখবেন সুইসাইড করতে গিয়েও পারে না। আসলতে তাকদিরে তার মৃত্যু ছিলো না। অনেকে ফাঁসি দিয়ে বা বিষ খেয়ে মারা গেলছেন অথচ আপনি যদি সুইসাইড না করতেন, হতে পারে আপনার ঠিক সেই সময়েই মৃত্যু হতো। হয়তো অন্যকোন ভাবে, হয়তো হার্ট এটাক হয়ে। সুইসাইড করাকে হারাম করা হয়েছে। মানুষ যখন আল্লাহ ওপরে বিশ্বাস রাখেনা তখনি সে সুইসাইড করে। কিছু মানষিক সমস্যার লোক থাকতে পারে। তাদের বিষয় আলাদা। তাই সুইসাইড করবেন না। আপনার মৃত্যু থাকলে সেটা হবেই, আপনি যদি পৃথিবীর সব থেকে সিকিউর স্থানে থাকেন, তাও মৃত্যু হবে (সূরা আন-নিসা, আয়াত ৭৮)। কিন্তু আপনি যদি ইচ্ছা করে সুইসাইড করতে যান অথবা যদি ইচ্ছা করে ঝুকি পুর্ন স্থানে গিয়ে কোন কারন ছাড়া নিজেকে মৃত্যু মুখে ঠেলে দেন ও মারা যান, তাহলে এর দায়ভার আপনার হবে। তাই তাকদিরে আমরা বিশ্বাস রাখবো। দুয়ার মাধ্যমে, দান-সদকার মাধ্যমে, আল্লাহর ওপরে ভরসার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে, আল্লাহ্র কাছে চাওয়ার মাধ্যমে তাকদিরের অনেক কিছু পরিবর্তন হয়। যেমন রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন উত্তম কাজের মাধ্যমে ও দুয়ার মাধ্যমে। (সূরা আত-তালাক, আয়াত ৩)
প্রিয় শায়েখ, তথ্যগুলো ভুল ঠিক করে সঠিক সত্য জানিয়ে দিলে উপকার হয়।