আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (25 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমাদের আকদ হয়েছিলো ২০২১এ। আর এর দুবছর পর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। নতুন বিয়ের পর পর সে নিয়ে তখন কথা হয়েছে মেসেজে স্বামীর সাথে-

স্ত্রীঃ দুবছর পর বিয়ের সময় তো চোদ্দগুষ্টি থাকবে। আপনার আমার ফ্যামিলির। তখন অনেক সাজা লাগবে। আপনিও সাজবেন।

স্বামীঃ তুমি চুপচাপ সাদা বোরকা পরবা।

স্ত্রীঃ ওহ,না। আমি আরও সাজবো।

স্ত্রীঃলেহেংগা পরবো। মেরুন,রানি গোলাপি কালার। একবার একেক সাজ।

স্বামীঃ আমি বউ নিয়ে বাইরে যাই না,কিছু করি না। আর ঐদিন সবাই দেখবে! বিয়ের গুষ্টি কিলাই।

স্বামীঃ (মেসেজে "আমি আরও সাজবো"-কথাটাকে মেনশন করে বলে) ডিভোর্স। [মেসেজে কোনো একটা লাইনের রিপ্লাই যেভাবে টেক্সট টাকে টেনে ধরে দেয়,ঐরপকম এই কথাটাকে টেনে ধরে লিখেছে-ডিভোর্স।

এখন বিয়ের তিন বছর তিন মাস। এখন বড় করে সেরকম দুই ফ্যামিলির সবাইকে নিয়ে অনুষ্টান হচ্ছেনা। কেবল ছেলের বাসায় তার আত্মীয়রা আসবে,ঈদের আগে পরে সময় দেখে যাবে,আর বাসায় নরমাল যেভাবে ডাইনিং এ বসে ঐভাবে খাবে।কোনো খাওয়ার ঐভাবে এরেঞ্জমেন্ট বা অনুষ্ঠান হচ্ছেনা। মেয়ের বাড়ি থেকে আত্মীয় কাউকে বলা হবে না। শুধু মেয়ের বাবা মা ভাই বোন,ভাবি এরকম। স্বামীকে জিগেস করলে তিনি বলেন তার মনে নাই এ কথা। আর এখন তো অনুষ্ঠানও হচ্ছেনা।

স্ত্রীকে শাড়ি পরিয়ে মেয়ে আত্মীয়দের দেখাবে,তাই শাড়ি কিনতে যাবে। সব পরিস্থিতি বিবেচনায় এখন যদি যেকোনো পোশাক যেমন যেকোনো রঙ এর শাড়ি পরে,বা সালোয়ার কামিজ-ডিভোর্স হয়ে যাবে?সাদা বোরকাই পরা লাগবে? যেহেতু স্বামীর মনে নেই একথা। আর তিনি বলেছেন,এখন তো অনুষ্ঠান হচ্ছেনা(যেটা হওয়ার কথা ছিলো)। স্বামী খুব রেগে আছেন।অনেক মেজাজ করছেন,শাড়ি/ড্রেস কিনতে যাবে তাই।

1 Answer

0 votes
by (547,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

তালাক এটি খুবই মারাত্মক একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যে,  আল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
তালাককে শর্তের সাথে সংযুক্ত করলে শর্ত পাওয়া গেলেই বক্তব্য অনুপাতে তালাক পতিত হয়ে যাবে।

ألفاظ الشرط إن … ومتی ومتی ما ففي ہٰذہٖ الألفاظ إذا وجد الشرط انحلت الیمین وانتہت؛ لأنہا لا تقتضي العموم والتکرار، فبوجود الفعل مرۃ تم الشرط وانحلت الیمین فلا یتحقق الحنث بعدہ۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۴۱۵) 
সারমর্মঃ
শর্তের কিছু বাক্য আছে,যখন শর্ত পাওয়া যাবে,কসম ভেঙ্গে যাবে এবং শেষ হয়ে যাবে।
সেই শর্ত অনুপাতে হুকুম ফিরে আসবেনা।
কেননা এটি বারংবার কে চায়না।  

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
স্বামীঃ (মেসেজে "আমি আরও সাজবো"-কথাটাকে মেনশন করে বলে) ডিভোর্স।

★এক্ষেত্রে ডিভোর্স বলার দ্বারা স্বামীর যদি তাৎক্ষনিক তালাক পতিত হওয়ার উদ্দেশ্য থাকে,সেক্ষেত্রে তখনই এক তালাকে রজয়ী পতিত হয়েছে।

আর যদি তার শর্তযুক্ত তালাকের নিয়ত থাকে,সেক্ষেত্রে এখন বিবাহের অনুষ্ঠানে স্ত্রী সাদা বোরকা থেকে অতিরিক্ত পোশাক পরিধান করে সাজলে সেক্ষেত্রে এক তালাকে রজয়ী পতিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হযরত,এক তালাকে রজয়ী হয়েছে বলেছেন। এ থেকে মুক্তি পাবার উপায়? 
by (547,020 points)
এক্ষেত্রে ইদ্দত কাল শেষ হওয়ার পূর্বেই তাকে ফিরিয়ে নিতে চাইলে বিবাহ ছাড়াই ফিরিয়ে নেয়া যায়।

ফিরিয়ে নেয়ার পদ্ধতি জানুনঃ- 

আর যদি ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চান,সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...