আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমাদের আকদ হয়েছিলো ২০২১এ। আর এর দুবছর পর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। নতুন বিয়ের পর পর সে নিয়ে তখন কথা হয়েছে মেসেজে স্বামীর সাথে-
স্ত্রীঃ দুবছর পর বিয়ের সময় তো চোদ্দগুষ্টি থাকবে। আপনার আমার ফ্যামিলির। তখন অনেক সাজা লাগবে। আপনিও সাজবেন।
স্বামীঃ তুমি চুপচাপ সাদা বোরকা পরবা।
স্ত্রীঃ ওহ,না। আমি আরও সাজবো।
স্ত্রীঃলেহেংগা পরবো। মেরুন,রানি গোলাপি কালার। একবার একেক সাজ।
স্বামীঃ আমি বউ নিয়ে বাইরে যাই না,কিছু করি না। আর ঐদিন সবাই দেখবে! বিয়ের গুষ্টি কিলাই।
স্বামীঃ (মেসেজে "আমি আরও সাজবো"-কথাটাকে মেনশন করে বলে) ডিভোর্স। [মেসেজে কোনো একটা লাইনের রিপ্লাই যেভাবে টেক্সট টাকে টেনে ধরে দেয়,ঐরপকম এই কথাটাকে টেনে ধরে লিখেছে-ডিভোর্স।
এখন বিয়ের তিন বছর তিন মাস। এখন বড় করে সেরকম দুই ফ্যামিলির সবাইকে নিয়ে অনুষ্টান হচ্ছেনা। কেবল ছেলের বাসায় তার আত্মীয়রা আসবে,ঈদের আগে পরে সময় দেখে যাবে,আর বাসায় নরমাল যেভাবে ডাইনিং এ বসে ঐভাবে খাবে।কোনো খাওয়ার ঐভাবে এরেঞ্জমেন্ট বা অনুষ্ঠান হচ্ছেনা। মেয়ের বাড়ি থেকে আত্মীয় কাউকে বলা হবে না। শুধু মেয়ের বাবা মা ভাই বোন,ভাবি এরকম। স্বামীকে জিগেস করলে তিনি বলেন তার মনে নাই এ কথা। আর এখন তো অনুষ্ঠানও হচ্ছেনা।
স্ত্রীকে শাড়ি পরিয়ে মেয়ে আত্মীয়দের দেখাবে,তাই শাড়ি কিনতে যাবে। সব পরিস্থিতি বিবেচনায় এখন যদি যেকোনো পোশাক যেমন যেকোনো রঙ এর শাড়ি পরে,বা সালোয়ার কামিজ-ডিভোর্স হয়ে যাবে?সাদা বোরকাই পরা লাগবে? যেহেতু স্বামীর মনে নেই একথা। আর তিনি বলেছেন,এখন তো অনুষ্ঠান হচ্ছেনা(যেটা হওয়ার কথা ছিলো)। স্বামী খুব রেগে আছেন।অনেক মেজাজ করছেন,শাড়ি/ড্রেস কিনতে যাবে তাই।