আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

১) স্ত্রী সহবাসের দোয়া কখন পড়তে হয়? এটা কি স্ত্রী সহবাস শুরুর আগ মুহূর্তে পড়তে হয়? নাকি স্ত্রী সহবাসের নিয়তে স্ত্রীর কাছে গেলেই পড়া যায়?
২) এই দোয়া কি স্বামী-স্ত্রী উভয়কেই পড়তে হবে নাকি যে কোন একজন পড়লেই যথেষ্ট?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, 
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ، لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا "
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে সঙ্গত হওয়ার ইচ্ছা করলে সে বলবেঃ আল্লাহর নামে, হে আল্লাহ আপনি আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যা দান করেন তা থেকে শয়তানকে দূরে রাখুন তারপর তাদের এ মিলনের মধ্যে যদি কোন সন্তান নির্ধারিত থাকে তা হলে শয়তান এ সন্তানকে কখনো ক্ষতি করতে পরবে না।(সহীহ বোখারী- ৫৯৪৬)

جب صحبت کرنے کا ارادہ کرے تو اولاً بسم اللہ پڑھے اور یہ دعا پڑھے : اللہم جنبنا الشیطان وجنب الشیطان ما رزقتنا اور انزال کے وقت یہ دعا پڑھے: اللہم لا تجعل الشیطان فیما رزقتنا نصیبًا، نیز صحبت کے بعد یہ دعا پڑھے: الحمد للہ الذي خلق من الماء بشرًا و جعلہ نسبًا وصہرًا (فتاوی رحیمیہ: ۲۴۶، کتاب النکاح متفرقات نکاح مطابق بترتیب جدید)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সহবাসের নিয়ত করার পর প্রথমেই বিসমিল্লাহ পড়া। অতঃপর এই দু'আ পড়া اللہم جنبنا الشیطان وجنب الشیطان ما رزقتنا
এবং সহবাসের পর বলবে,اللہم لا تجعل الشیطان فیما رزقتنا نصیبًا অত:পর শারিরিক সম্পর্ক থেকে পূরিপূর্ণ ফারিগ হয়ে বলবে الحمد للہ الذي خلق من الماء بشرًا و جعلہ نسبًا وصہرًا

(২)
দারুল উলূম দেওবন্দ থেকে প্রকাশিত এক ফাতাওয়ায় বলা হয় যে, এই দু'আয় মূলত পুরুষদের জন্য সুন্নাহ।তবে চাইলে নারীরাও পড়তে পারবে।
Fatwa : 1058-1099/SN=1/1440
(۱) محدثین اور شراح حدیث نے جہاں بھی اس دعا کا ذکر کیا ہے مرد کے حق میں کیا ہے، عورت کے حق میں نہیں؛ اس لئے ظاہر یہی ہے کہ یہ دعا صرف مرد پڑھے گا گو معنوی اعتبار سے اس بات کی بھی گنجائش ہے کہ دونوں پڑھیں یعنی جب مرد کو انزال ہو تب مرد پڑھے اور جب عورت کو انزال تب عورت پڑھے۔ (دیکھیں: مصنف ابن أبی شیبة، رقم: ۱۷۱۵۴، المنتقی من کتاب مکارم الاخلاق، رقم: ۵۴۸، وغیرہ)۔
(۲) یہ دعا یا تو دل میں

وقد روی ابن أبي شیبة عن ابن مسعود موقوفاً أنہ إذا أنزل قال: اللہم لاتجعل للشیطان فیما رزقتني نصیباً ، ولعلہ یقولہا فی قلبہ أو عند انفصالہ لکراہة ذکر اللہ باللسان فی حال الجماع بالإجماع (مرقاة مع المشکاة، رقم: ۲۴۱۶)۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...