আসসালামু আলাইকুম। একটা বিষয় জানা খুবই জরুরী।অনুগ্রহ করে এপ্রুভ করবেন।আমার বিয়ের কথা চলছে,তাই জানা খুবই জরুরী।
ছোটবেলায় একবার বিয়ে বিয়ে খেলার ছলে একজনার সাথে বিয়ের মত হয়।
তখন আমার বয়স ৭/৮ বছর,ছেলেটার বয়স ৮/৯ বছর এবং ওখানে যেসব বাচ্চারা ছিলো তাদের বয়স ১০/১১ বছরের মধ্যেই ছিলো।দু এক জনার ১২/১৩ হতে পারে যারা ছেলে ছিলো।
ওখানে আমাকে কবুল বলতে বলে,আমি বলি।ছেলেও বলে।কোনো মোহর নির্ধারণ বা ছেলেপক্ষ,মেয়েপক্ষ ছিলো না।স্রেফ বিয়ে বিয়ে খেলার ছলে এটা হয় এবং।ঘটনা এ পর্যন্ত ই শেষ।কোনো রকম শারিরীক সম্পর্ক বা এরকম কিছুই হয়নি।দুজনেই নাবালক ছিলাম।এবং বিয়ে নিয়ে স্বচ্ছ কোনো ধারণা ছিলো না।
উল্লেখ্য যার সাথে বিয়ের এই খেলা হয় সে সম্পর্ক আমার আপন ফুফাতো ভাই এর ছেলে।উল্লেখ্য সেখানে আমাদের কারো অভিভাবক উপস্থিত ছিলো না।পরে তারা তা হয়ত জেনেছেন,জেনে থাকলেও তা খেলা হিসেবেই নিয়েছেন।
এ বিষয়টি নিয়ে খুবই ডিপ্রেশনে আছি।যদি সত্যিই বিয়ে হয়ে থাকে,তাহলে তো অন্য জায়গায় বিয়ে বৈধ হবে না।না হয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ। হয়ে থাকলে আমার করণীয় কি।অনুগ্রহ করে জানাবেন।