মহিলাদের জন্য শরিয়তের বিধান হল, বাড়িতে অবস্থান করা। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়া। নবিজি সা. ইরশাদ করেন, মহিলা গোপনীয় বস্তু, সুতরাং যখন সে বাহিরে বের হয়, শয়তান তার দিকে দৃষ্টি দেয়। তাকে এবং তার দ্বারা অন্যদেরকে বিপদগামী করে। -মিরকাত: ৬:২৮২
এজন্য ফকিহগণ অতীব জরুরি প্রয়োজন ছাড়া মহিলাদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। তারা নামায, রোযা, ওযু, গোসল ইত্যাদির মাসআলা-মাসায়েল মাহরাম বা স্বামী থেকে জেনে নিবে। যদি তা সম্ভব না হয়, তাহলে স্বামী কিংবা অভিভাবকের অনুমতিতে পূর্ণ শরয়ি পর্দা রক্ষা করে বাহিরে যেতে পারবে। অবশ্য তাবলীগে যাওয়া মহিলাদের উপর ফরয বা ওয়াজিব না হওয়ায় স্বাভাবিক অবস্থায় তাদের তাবলীগে না যাওয়া উচিত। তদুপরি বর্তমানে বদদ্বীনের সয়লাব চতুর্দিকে ছড়িয়ে পড়া এবং স্বামী কিংবা মাহরামের কাছ থেকে দ্বীনের বিভিন্ন বিষয় জানা সম্ভব না হওয়ায় মহিলাগণ নিম্নোক্ত শর্ত সাপেক্ষে তাবলিগে যেতে পারবেন-
১. নিয়ত শুদ্ধ করা।
২. স্বামী কিংবা অভিভাবকের পূর্ণ অনুমতি থাকা।
৩. সুগন্ধিযুক্ত আতর, সেন্ট ইত্যাদি ব্যবহার না করা।
৪. মাহরাম সাথে থাকা।
৫. সর্বদা পূর্ণ শরয়ি পর্দা রক্ষা করা।
৬. অবস্থান স্থলে পর্দার এমন ব্যবস্থা থাকা, যাতে সেখানে পর পুরুষের যাতায়াত মোটেও না হয়।
৭. তালিম নিচু স্বরে করা; যাতে তাদের আওয়াজ পর পুরুষ শুনতে না পায়।
৮. স্বামী ও সন্তানদের হক নষ্ট না করা।