আসসালামু আলাইকুম, আমার ছোট ভাই প্রায় সময় আমার সাথে বেয়াদবি করে। ছোট থেকে ছোট বিষয় নিয়ে আমাকে মারধরও করে। বাসায় অশান্তিও হয়। কিন্তু ওর সাথে কথা না বললে কোনো অশান্তি হয়না। এইজন্য আমি চাচ্ছি,যতোদিন ওকে আল্লাহ বুঝ না দিচ্ছেন ততোদিন আমি ওর সাথে কোনো কথা বলবোনা। কারণ এক কথায় দুই কথায় কথা কাটাকাটি হলেই সে মারে আমাকে। বড় বোন হিসেবে সামান্য সম্মানটুকুও দেয়না। খুব কষ্ট লাগে। এইজন্য আমি ওর সাথে কথা বলা বন্ধ রাখতে চাচ্ছি। এতে পরিবারেও শান্তি আসবে। এটা করা কি জায়েজ হবে?
শায়েখ, আমার ভাইয়ের বয়স ১৬ বছর। কুরআনের হাফেজ,এখন শুনানি চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়ের আচরণ আখলাক খুব খারাপ। আম্মু আব্বু বা আমাকে সম্মান দেয়না। যা ইচ্ছা তাই বলে,ইচ্ছামতো বেয়াদবি করে, নামাজও ঠিকমতো পড়তে চায়না। মনে হয় আল্লাহর বিধান মানতে ওর খুব কষ্ট হয়। ওকে কুরআন হাদিস দিয়ে বুঝাতে গেলে বলে, আমরা নাকি বেশি জ্ঞান দেই। আমাদের কথা ওর শুনতে মন চায়না। কুরআন হাদিসের কথাও ওর শুনতে মন চায়না। আমরা পরিবারের সবাই যতোটুকু পারি ইসলাম প্র‍্যাক্টিস করার চেষ্টা করি,কোনো হারাম ইনকামও নাই। ওর জন্য পরিবারে শান্তি নাই। সমাজেও মান সম্মান থাকেনা। কারণ বাসায় আসলেই ইচ্ছামতো ঘুরাঘুরি করবে বন্ধুদের সাথে।নিষেধ করলেই চিল্লাচিল্লি শুরু। অথচ ও যা বলবে সেটা শুনলে আর কোনো কথা নাই। আব্বুও দূরে থাকে। শায়েখ, ওর জন্য কিছু পরামর্শ দেন।আর আমার ভাইটার জন্য একটু দুয়া করে দিয়েন শায়েখ। আল্লাহ যেনো ওকে হেদায়েত দেয়,ওকে একজন হক্কানি আলেম,দ্বীনের দায়ী হিসেবে কবুল করে।