আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
69 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
বিগত কয়েক বছর যাবত আপন বড় ভাই পরিকল্পিতভাবে ছোট ভাইয়ের ক্ষতি করে আসছে,মানুষের কাছে মিথ্যা বলে অপমানিত করছে।ছোট ভাইয়ের কাছে ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ থাকলেও বার বার ক্ষমা করে দিয়েছে,উল্টো যতটুকু সম্ভব উপকার করে গেছে। এখন বড় ভাইয়ের ক্ষতি থেকে বাচঁতে যদি উনার সাথে শুধু সামনাসামনি দেখা হলে সালাম দেয়া নেয়ার সর্ম্পক থাকে এবং ওনাদের বাসায় দাওয়াত দিলে না যায় তাহলে কি গুনাহ হবে?
অর্থাৎ এক্ষেত্রে ছোট ভাই, বড় ভাই এবং ওনার সন্তানদের ( যেহেতু আপন চাচা) প্রতি কিরূপ আচরন করবে? এবং কতটুকু দায়িত্ব পালন না করলে গুনাহগার হবে?

1 Answer

0 votes
by (678,880 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম 


এক মুসলিম অপর মুসলিমকে দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহন এটি এক মুসলিমের উপর অপর মুসলিমের হক। 

দাওয়াত গ্রহন না করলে এ হক আদায় হবেনা।
,
হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدعْوَة وتشميت الْعَاطِس 

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিমের ওপর আর এক মুসলিমের পাঁচটি হক বর্তায়। (১) সালামের জবাব দেয়া, (২) রোগ হলে দেখতে যাওয়া, (৩) জানাযায় শামিল হওয়া, (৪) দা’ওয়াত গ্রহণ করা ও (৫) হাঁচির জবাব দেয়া।
(সহীহ : বুখারী ১২৪০, মুসরিম ২১৬২, আহমাদ ১০৯৬৬, সুনানুল কুবরা লিন নাসায়ী ৯৯৭৮, আমলুল ইওয়ামে ওয়াল লায়লাহ্ ২২১, ইবনু হিব্বান ২৪১, সহীহ আত্ তারগীব ২১৫৬, সহীহ আল জামি‘ ৩১৫০, মিশকাত ১৫২৪।)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এমনিতেই তেমন যোগাযোগ না করে সামনাসামনি দেখা সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করলে গুনাহ হবেনা।

তবে প্রায়ই সামনাসামনি দেখা সাক্ষাৎ না হলে বরং ভাইয়ের বাড়ি দূরে হলে সেক্ষেত্রে মাঝেমধ্যে ফোন দিয়ে হলেও যোগাযোগ অব্যাহত রাখতে হবে।

তবে তাদের বাসায় দাওয়াত দিলে যেতে হবে,নতুবা গুনাহ হবে।

আপন চাচা হিসেবে তার সন্তানদের সাথে অবশ্যই সহানুভূতিশীল ব্যবহার চালিয়ে যেতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...