আসসালামু আলাইকুম।
আমি ডিগ্রি শেষ করেছি। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে এখন ইনকামের জন্য কিছু করা দরকার। জুতার দোকানে একটা কাজের ব্যবস্থা হয়েছে, কিন্তু জুতার দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতে আমার লজ্জা লাগে, নিজেকে অন্যদের চেয়ে অযোগ্য মনে হয়, খুব হীনমন্যতায় ভুগী।
১. আমার মধ্যে কি আসলে অহংকার কাজ করতেছে, এটাই কি অহংকার?
২. হালাল কাজ কতে লজ্জা লাগা কি অহংকার?