আসসালামু আ'লাইকুম। আমি এ পর্যন্ত চারবার রাসূলুল্লাহ সা. এর সাথে সম্পর্কিত স্বপ্ন দেখেছি। কিন্তু কোনবারই ওনাকে দেখার সুযোগ পাইনি৷
প্রথমবার দেখেছি আমি মক্কায় গিয়েছি, সম্ভবত হজ বা উমরাহর জন্য, সেখানে মানুষেরা বলাবলি করছিলো রাসূলুল্লাহও আশেপাশেই আছেন। শুনে আমি ওনাকে খুজছিলাম, কিন্তু এর পরেই ঘুম ভেঙে যায়।
দ্বিতীয়বার দেখেছি যে একটা মজলিস আয়োজন হয়েছে, ছেলে আর মেয়েরা আলাদা আলাদা রুমে বসেছে। ছেলেদের অংশে রাসূলুল্লাহ সা. এসেছেন। মেয়েদের রুমে আমিও ছিলাম আর একজন মেয়ে আমাকে বলছিলো সে রাসূলুল্লাহকে পর্দার ফাঁক থেকে দেখেছে। শুনে আমিও কিছুক্ষণ পরেই সেখানে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম রাসূলুল্লাহ সেখান থেকে চলে গিয়েছেন। অন্যান্য পুরুষরাও চলে গেছে। আমি তখন খালি রুমে যে জায়গায় রাসূলুল্লাহ বসেছিলেন, সেখানে গিয়ে কান্না করছি এই আফসোসে যে আমি ওনার দেখা পেলাম না এত কাছাকাছি এসেও।
তৃতীয়বার স্বপ্নে কে যেন হাদীস বলছিলো। মানে আমি শুনতে পেলাম কেউ একজন বলছে, " রাসূলুল্লাহ সা. বলেছেন..", এরপরে আমার মনে হচ্ছিলো হাদীসের মূল কথাটা স্বয়ং রাসূলুল্লাহর কন্ঠেই বলা হচ্ছে, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না আর! এজাতীয় আরেকটা স্বপ্নও আমি দেখেছি, তবে সেটায় রাসূলুল্লাহর নাম বা উল্লেখ শুনেছি কিনা সঠিক মনে নেই স্পষ্ট, সেজন্য ওটাকে আলাদাভাবে বলিনি।
আর চতুর্থবার, এই রমাদ্বানে দেখলাম আবারো আমি রাসূলুল্লাহকে খুজছি৷ দেখলাম একজন লোক সাদা পোশাক পরে মুখ বিপরীতে দিয়ে বসে আছে। স্বপ্নে আমি নিজে নিজেই ভাবছিলাম, ইনি কি রাসূলুল্লাহ?! আর লোকটার চেহারা দেখার চেষ্টা করছিলাম। এর মধ্যেই সে লোকটা ঘাড় ঘুড়িয়ে আমার দিকে তাকায়। ওনার চেহারার সাথে রাসূলুল্লাহর চেহারার যে বর্ননা আমি পড়েছি তার তেমন কোন মিল ছিলোনা৷ স্বপ্নে আমি নিজে নিজেই বলছিলাম, এটা তো রাসূলুল্লাহ না! স্বপ্নেই হতাশ হয়েছিলাম যেন৷
উপরে উল্লেখ করা স্বপ্নগুলো আমার মনকে খুব অশান্ত করে তোলে। আমার মনে হয় সম্ভবত কোন গুনাহ বা গাফিলতির কারনে আমি বারবার কাছে গিয়েও ওনাকে খুজে পাচ্ছিনা। এটা কি আমার গুনাহগার হবার আলামত? এ অবস্থায় আমার করনীয় কি?