ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)তওবার ক্ষেত্রে লজ্জিত হওয়ার অর্থ হল, অতীতের গোনাহের উপর অনুতপ্ত হওয়া,এরকম কাজ করা উচিৎ ছিলনা, আল্লাহর অবাধ্যতা হয়েছে, নিজের মনের মধ্যে এগুলো রেখেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করার নামই হল,তাওবাহ।
(২) নাটক সিনেমা হারাম ও নাজায়েয।
(৩)রমজান মাসে পড়াশোনা করা নিষেধ নয়।
(৪) শসা,খিরা খাওয়া নাজায়েয নয়।এমনকি আমিষ জাতীয় খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' বেশ পছন্দ করতেন।
(৫) বাথরুম ও নাপাক স্থান ব্যতিত যে কোনো সময় যে কোনো যিকির করা যাবে। হ্যা, আলেম সাহেবদের কাছ থেকে জেনে যিকির করা অবশ্যই উত্তম।
(৬)কোন কাজে উপকৃত হলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে সওয়াব হবে।
(৭) কোন ব্যাক্তি বা ব্যাক্তিসমষ্টির ভালো কাজ দেখে বলা যে, "মাশাআল্লাহ তারা ভালো কাজ করছে" । তাদের দেখা বা তাদের সামনে উপস্থিত হওয়া জরুরী নয়।
(৮)নামাজ আদায়ের ক্ষেত্রে যদি মনে হয় যে, এটা হয়ত আমার নামাজ ভঙ্গের কারণ। তাহলে আপাতত নামাজ চালিয়ে গেলে এবং পরবর্তীতে আলেমদেরকে জিজ্ঞাসা করা হলে, তাতে কোনো সমস্যা হবে না।
(৯) হানাফী সোর্স হিসেবে এই ifatwa এর সাথে আহলে হক মিডিয়া, হানাফী ফিকহ গ্ৰুপ(ফেসবুক), মুসলিম বাংলা ইত্যাদি ফতোয়া অনুসরণ করতে পারেন। এর মধ্যে যে কোনো একটিকে অগ্রাধিকার দিয়ে সেটা সবকিছু মানবেন।
(১০) আসলুদ্দীন এর প্রতিটি বিষয় এর ব্যাখ্যা সাথে সাথেই জেনে নিবেন। অলসতা করা এক্ষেত্রে কাম্য নয়।