ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আমার ১ ভরি ৮ আনা সোনা আছে আর বিয়ের মোহরানা ৫০ হাজার টাকা।কিন্তু এই টাকা আমার মাকে ঋণ দিয়েছি,উনি খরচ করে ফেলেছেন।আমার এক বছর পূর্ণ হবে ১৬ই মুহাররম।এক্ষেত্রে আমার ওপর কতটুকু জাকাত আসবে?মেহেরবানি করে হিসাব করে দিবেন?আমার ওপর কি ফিতরাও ওয়াজিব হবে?আমার ফিতরা কে আদায় করে দিবে?
আপনার উপর যাকাত ফরয। ১ভড়ি ৮ আনার বিক্রয়মূল্যর ২.৫% যাকাত দিতে হবে। এবং নগদ টাকা আপনার আম্মু যখন আপনাকে দিবেন, তখন সেই টাকার যাকাত দিতে হবে। যখনই টাকা উসূল হবে, অতীতের সকল বৎসরের যাকাত দিতে হবে।
(২) যেহেতু সুদকে সদকাহ করতে হয়, তাই সুদ যাকাতে হিসেবে আসবে না। সুদ ব্যতিত শুধুমাত্র মূলধনের ২.৫% যাকাত দিতে হবে।
(৩) ৬ ভড়ি স্বর্ণের বিক্রয়মূল্যর ২.৫% এবং ৯ লক্ষ ২০ হাজার টাকার ২.৫% যাকাত আপনাকে দিতে হবে।
(৪) স্বর্ণের বর্তমান বিক্রয়মূল্যর ২.৫% যাকাত দিতে হবে।
(৫) কারো নিসাব পরিমাণ মালে নামী সম্পদ নাই কিন্তু স্বচ্ছল তথা নেসাব পরিমাণ মালে গায়রে নামী রয়েছে, তাকে ফিতরা দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1688