ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যবস্তু ক্রয় করে, যেন তা কবজা করার আগে বিক্রয় না করে(সুনানু নাসায়ী-৪৫৯৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পণ হস্তগত হওয়ার পূর্বে বিক্রয় করা নাজায়েয। হ্যা,আপনি ঐ কম্পানির নির্ধারিত কমিশন এজেন্ট হয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন। কম্পানির এজেন্ট হিসেবে আপনার লভ্যাংশ সুনির্ধারিত থাকতে হবে। আপনি নিজেকে কমিশন এজেন্ট পরিচয় দিয়ে যদি কাজ করেন, তাহলে তখন কমিশন জায়েয হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
44
সুতরাং
(১) আপনার এভাবে ক্রয়-বিক্রয় জায়েয হবে না।
(২) আপনা ইনকামের অর্থগুলোকে অনুমান করে সদকাহ করে দিবেন। আর আপনি যদি গরীব হন, তাহলে সদকাহ করতে হবে না।
(৩) অনুমানের উপর ভিত্তি করে আমল করবেন।