ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কোন নিয়ত করার পর যৌক্তিক কারণে সেই নিয়তকে পরিবর্তন করা যাবে। যেমন, কেউ যদি নিয়ত করে যে, আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমার ইনকামের থেকে কিছু টাকা জমাবো এরপর আর জমাবো না, কিন্তু ওই নির্দিষ্ট সময় আসার আগেই যদি ঐ ব্যক্তি আবার নিয়ত করে যো, আমি আরো সময় ধরে টাকা জমাবো, তাহলে এতে কোনো সমস্যা হবে না।
(২) দানের জন্য টাকা আলাদা করে রাখা হয়েছে কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কাজে দানের জন্য না। তাহলে ঐ দানের টাকা থেকে যে কাউকে উপহার দেওয়া যাবে।
(৩) যাকাত ফরজ হয়নি,তাহলে যাকাত দিবেন কিভাবে? হ্যা, নফল সাদাকাহ করতে পারবেন।