আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ উস্তায
১. ফর‍য নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহির পর্যন্ত পড়ে যদি মনে পড়ে যে এখন আর সূরা মিলাতে হবে না তখন যদি আবার পুরো আয়াতটা সম্পূর্ণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহীম পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে?
২. সামিয়াল্লাহুলিমান হামিদা না বলে অনিচ্ছাকৃত আল্লাহু আকবার বললে কি কোনো সমস্যা হবে?
৩. প্রস্রাবের পর কোনো মহিলার ভ্যাজাইনার ভিতরের অংশ পরিষ্কার না করলে যদি অত্যাধিক সন্দেহ হয় তাহলে সে পরিষ্কার করলে কি রোযায় সমস্যা হবে? ভ্যাজাইনা দিয়ে পানি প্রবেশ করলে কি সিয়াম ভঙ হয়?
৪. শুধু বাইরের অংশ পরিষ্কার করলে পরবর্তীতে প্রস্রাব বাইরের দিকে বেরিয়ে আসলে সেক্ষেত্রে ইবাদতে কি কোনো সমস্যা হবে?
৩. সেহরির সময়ের পর গলায় কিছু আটকে থাকলে যা কাশি দিলেও বের হয়নি তা গিলে ফেললে কি কিছু হবে?