ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে কোনো কাজের জন্য জমাকৃত টাকায় যাকাত ফরয হবে যদি তার নেসাব পরিমাণ হয় এবং এক বৎসর মালিকানায় থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1261
যদি কারো নিকট ৭.৫ ভড়ি স্বর্ণের চেয়ে কম থাকে, এবং বৎসরের শুরুতে ও শেষে রূপা বা প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে,(১০০ বা ২০০ হোক) এবং সব মিলিয়ে ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরয হবে।
বৎসরের শুরুতে কিছু টাকা ছিল,কিন্ত শেষে নাই, বা বৎসের মধ্যখানে ছিল,কিন্তু তারপর আর নাই,এমন হলে তখন কিন্তু স্বর্ণের সাথে মিলিত হবে না এবং যাকাতও ওয়াজিব হবে না। তাছাড়া টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে।অর্থাৎ এমন টাকা যা সংসারে বা নিজ প্রয়োজনে খরচ হবে না। বরং এগুলো অতিরিক্ত জমানো টাকা। খরচ হয়ে গেলে বা অচিরেই খরচ হয়ে যাবে, এমন হলে, সেই টাকা কিন্তু প্রয়োজন অতিরিক্ত বলে গণ্য হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/82438
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যদি কেউ কিছু টাকা ব্যাংকে বিয়ের জন্য জমায়, যদি সেই টাকার পরিমাণ ৫২.৫ তোলা রুপার দামের অধিক হয় এবং ১বছর অতিবাহিত হয়, তাহলে ঐ টাকার যাকাত দিতে হবে।
(২) ব্যবহারিক হিরার উপর পর যাকাত আসে না।তবে ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হলে, তাতে যাকাত আসবে। হ্যা, হিরা মিশ্রিত স্বর্ণের আংটির মধ্যে স্বর্ণ যতটুকু আছে, ততটুকুর উপরই যাকাত আসবে।হিরার আংটির উপর যাকাত আসবে না।
الفتاوى الهندية (1/ 180):
"و أما اليواقيت واللآلئ والجواهر فلا زكاة فيها، وإن كانت حليًّا إلا أن تكون للتجارة، كذا في الجوهرة النيرة."
(৩) যাকাত টাকার সংখ্যার উপর আসে না বরং পার্সেন্টিজের উপর যাকাত এসে থাকে। শতকে ২.৫% হারে যাকাত আসবে। মুদ্রাস্ফীতির সাথে কমবেশের কোনো সম্পর্ক নাই। যিনি আপনাকে বলেছেন, শরয়ী বিধানাবলী সম্পর্কে তিনি নিতান্তই অজ্ঞ।