১) আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায।
যাকাতের হিসাব তো যতটুকু জানি যে একবছর পর্যন্ত থাকতে হয়।এক বছর পর্যন্ত না থাকলে যাকাত আসে না।
আমাদের একটা জায়গা বিক্রি করা হয়েছিল। সেটার ১ লাখ টাকা একাউন্ট এ আছে বর্তমানে,সেটা এক বছর হয়নি।প্রায় ৬ মাসের মত হয়েছে।
প্রশ্ন হলো; এই টাকার উপর কি যাকাত দিতে হবে?
উল্লেখ্য যে,স্বর্ন, নগদ,টুকটাক আছে।সেগুলো হিসাব করে যাকাতের টাকা আলাদা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ।
বাড়তি শুধু সেই জায়গা বিক্রির টাকাই আছে।যার মেয়াদ ১ বছর হয় নি।সেটা যোগ করে যাকাতের হিসাব টোটাল বের করতে হবে?
আমরা যাকাতের হিসাব টা কিভাবে করব?জানাবেন প্লিজ টাকা একাউন্ট এ আছে বর্তমানে,সেটা এক বছর হয়নি।প্রায় ৬ মাসের মত হয়েছে।
২)যাকাত কাদের দেয়া যাবে?আমাদের আত্নীয়স্বজনের মধ্যে এমন আছে, যারা কৃষিকাজ করেন,টুকটাক ছোট ব্যবসা করে কোনমতে চলেন।ব্যাংকে জমা বা স্বর্ন এমন নেই।তবে স্বর্নের চেইন বা চুড়ি আছে তাদের।আসলে তাদের অভ্যন্তরীন কিছু টুকটাক আছে কিনা সেটা আমাদের জানার ও সুযোগ নেই।
সারাবছর দেখা যায় ওনাদের সহযোগিতা করতে হয় আলহামদুলিল্লাহ। চিকিৎসা খরচ বলেন,বা তাদের কোন প্রয়োজনে,তাদের সন্তাদের খরচ ইত্যাদি।বেশিরভাগ সাপোর্ট করতে হয়।আলহামদুলিল্লাহ।
প্রশ্ন হলো তাদের কি যাকাত দেয়া যাবে?
আর তাদের যদি যাকাত না দেয়া যায় তাহলে যাকাত আমরা দিবো কাকে?নিজের পরিবারেই বিপদগ্রস্ত মানুষ আছে।তাদের টাকাগুলো না দিয়ে বাইরে আমরা কোথায় অথেনটিক মানুষ পাবো?কারন বাইরেও বা যাদের দিবো তাদের যে নিসাব পরিমাণ নেই সেটা যাচাই করার সুযোগ তো আমাদের নেই।
সচারাচর যা দেখি,যেমন ভিক্ষা করে এমন মানুষের ও বাড়ি গাড়ি আছে এমন অবস্থা। আমরা কি করব?যাকাত কোথায় দিবো?