আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম।
১/নামাজে আওয়াজ করা বলতে কী বোঝায় যা করলে নামাজ ফাসিদ হয়ে যায়?যেমন নামাজে ডেকুর তোলা,ঢোক গিলে ফেলার সময় একটু শব্দ হওয়া ইত্যাদি।
২/নামাজে অনেক খারাপ চিন্তা আসায় মুখে অনেক বিরক্তিভাব প্রকাশ পায়।নামাজ কি হবে?

৩/পরিবার পাক নাপাক সম্পর্কে সম্ভবত জানে না।আমি যখন পাক কাপড় শুকাতে দেয়,তখন দেখা যায় তাদের ধোয়া কাপড়ের পানির ফোটা আমার কাপড়ে লাগে ফলে ভিজে যায়।তবে কাপড়ে নাপাকির আলামত পাওয়া যায় না।আমার কি কাপড় আবার ধুতে হবে?এরকম প্রায় সময় হচ্ছে।আ

৪/আমদের সমাজে বউদের বাপের বাড়ি হতে ইফতারি পাঠাতে দেখা যায়।এটা অনেকটা তো যৌতুকের মতো। গতকাল আমার মামার বাড়ি হতে ইফতারি আসে।আমার আব্বু বলে নি।তাছাড়া আমার মামা কি করে তা আমি তেমন একটা জানি না।সম্ভবত একটি রড কোম্পানিতে চাকরি করে।তবে অনেক পরিশ্রমের কাজ।এমতাবস্থায় আমার কি করণীয়?
৫/ইচ্ছা করে ডেকুর আনলে কি রোজা হবে?অনেক অস্বস্তি হয়।

৬/  যে হিজাব দিয়ে নামাজ পড়া হয়  তা এমন যে দূর হতে হিজাবের ভেতরে হাত পা গুলোকে ছায়া বা কালো দেখায় তবে গায়ের রঙ বোঝা যায় না।নামাজ হবে কি?

৭/ অফিসের মালিক নিউ ইয়ার উপলক্ষ্যে বখশিশ দেয় যা দিয়ে মোবাইল কেনা হয়েছে।ঐ মোবাইল জরুরি প্রয়োজন যেমন ফতোয়া জানতে ব্যবহার করলে কি নামাজ হবে?

৮/নামাজে অনেক সময় বাকা হয়ে দাঁড়ানো হলে সোজা ভাবে দাঁড়ানো হয়।নামাজ হবে?

৯/ ১ম বৈঠকে তাশাহহুদ এর একটি বা দুইটি আয়াত একাধিকবার পড়লে কি সাহু সিজদা দিতে হবে?

1 Answer

0 votes
by (589,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)নামাজে আওয়াজ করা বলতে কি বোঝায় যা করলে নামাজ ফাসিদ হয়ে যায়? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/431

(২) নামাজে অনেক খারাপ চিন্তা আসায় মুখে যদি বিরক্তিভাব প্রকাশ পায়। তাহলে নামাজে কোনো সমস্যা হবে না। হ্যা,  খারাপ চিন্তাকে স্থান দেয়ার কারণে পরিপূর্ণ সওয়াব থেকে মাহরুম হবেন।

(৩) পরিবারের অন্যান্যদের কাপড়ে নাজাসত যদি থাকে, এবং সেই কাপড় থেকে পানির ফোটা আপনার কাপড়ের উপর পরে, তাহলে আপনার কাপড়ও নাপাক হবে। সুতরাং নিজের কাপড়কে নিরাপদ দূরত্বে রাখতে হবে।

(৪) ইফতারি যারা দিয়েছেন, তারা যদি কোনোপ্রকার চাপে পড়ে এই ইফতারি দেন, তাহলে তো আপনাদের জন্য ঐ ইফতারি জায়েয হবে না। নতুবা খেতে পারবেন।

(৫) ইচ্ছা করে ডেকুর আনলে যদি ভিতর থেকে কিছু আসে, এবং আবার ইচ্ছাকৃত ভিতরে চলে যায়, তাহলে রোযা ফাসিদ হয়ে যাবে। 

(৬) যে হিজাব দিয়ে নামাজ পড়া হয়  তা এমন যে দূর হতে হিজাবের ভেতরে হাত পা গুলোকে ছায়া বা কালো দেখায় তবে গায়ের রঙ বোঝা যায় না। যদিও এমন কাপড়ে নামায হয়ে যাবে, তবে নামাযের পূর্ণ সওয়াব পাওয়া যাবে না।

في حلبی کبیر :(ص: 214)
"إذا کان الثوب رقیقًا بحث یصف ماتحته أي لون البشرة لایحصل به سترة العورۃ."
في الفتاوی الشامی :
"(قَوْلُهُ: لَايَصِفُ مَا تَحْتَهُ) بِأَنْ لَايُرَى مِنْهُ لَوْنُ الْبَشَرَةِ احْتِرَازًا عَنْ الرَّقِيقِ وَنَحْوِ الزُّجَاجِ (قَوْلُهُ: وَلَايَضُرُّ الْتِصَاقُهُ) أَيْ بِالْأَلْيَةِ مَثَلًا، وَقَوْلُهُ: وَتَشَكُّلُهُ مِنْ عَطْفِ الْمُسَبَّبِ عَلَى السَّبَبِ. وَعِبَارَةُ شَرْحِ الْمُنْيَةِ: أَمَّا لَوْ كَانَ غَلِيظًا لَايُرَى مِنْهُ لَوْنُ الْبَشَرَةِ إلَّا أَنَّهُ الْتَصَقَ بِالْعُضْوِ وَتَشَكَّلَ بِشَكْلِهِ فَصَارَ شَكْلُ الْعُضْوِ مَرْئِيًّا فَيَنْبَغِي أَنْ لَايَمْنَعَ جَوَازَ الصَّلَاةِ لِحُصُولِ السَّتْرِ. اهـ."
(كتاب الصلاة، باب شروط الصلاة، مطلب في ستر العورة، ١/ ٤١٠)

(৭) অফিসের মালিক নিউ ইয়ার উপলক্ষ্যে বখশিশ দেয় যা দিয়ে মোবাইল কেনা হয়েছে।ঐ মোবাইল জরুরি প্রয়োজন যেমন ফতোয়া জানতে ব্যবহার করলে নামাজে কোনো সমস্যা হবে না। হ্যা, উক্ত মুবাইলকে সদকাহ করে দিতে হবে। 

(৮) নামাজে বাকা হয়ে দাঁড়ানোর পর সোজা হয়ে দাড়ালে নামাজে কোনো সমস্যা হবে না।

(৯) ১ম বৈঠকে তাশাহহুদ এর একটি বা দুইটি লাইন একাধিকবার পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...