আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ।
১, চুলা থেকে ঢাকনা খুললে খাবার ধোয়া, ট্যাল্কম পাউডার(ঘামাচি পাউডার) এর ধোয়া অথবা আটা ময়দা যখন বাতাসে ভেসে যায় নাড়ানাড়ির কারণে তা যদি ইচ্ছাক্রিত ভাবে শোকা হয় কিন্তু গলায় স্বাদ অনুভূত হয়না,তবে রোযা ভাংবে কি
২
ঠোটের উপর যদি আমার কোনো বিচ্ছিন্ন থুতু দেখি তা গিলে ফেললে রোযা ভাংবে? থুতুটা আমার
৩, অনেক সময় কথা বলতে গিয়ে ঠোটের বাইরে যেখানে দেহের চামড়া আছে সেখানে কামড় পড়ে বা জিহবা লেগে যায়। এমতাবস্থায় কি আমার তখন থুতু ফেলতে হবে? নাকি লাগবেনা
৪, ৩নং ক্ষেত্রে যদি জিহবায় ঘামের নোনতা স্বাদ পাই তখন থুতু না ফেললে কি সমস্যা হবে? নিক্বাব পড়ে থাকলে এরকম ঘাম হয় আমার স্ত্রীর।
৫, অখাদ্য বিষয় যেমন কাপড় কাঠ এসব যদি চাটা হয় এরপর কি থুতু না ফেললে রোযা নষ্ট হবে? অনেক সময় দাত দিয়ে কোনো জিনিস ছেড়ার প্রয়োজন পড়ে।
৬, অযুতে বা এম্নিতে পুরো মুখ দিলে ঠোট ও যেহেতু ধুয়ে যায় তারপর কি ঠোট টিস্যু বা কাপড় দিয়ে মুছতে হবে? কারণ ধোয়ার পর পর যদি সেখানকার পানি জিহবায় গেলে তা পরবুর্তীতে গলায় গেলে রোযা ভাংবে কি?