ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রথমে পূর্ণ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিম্নোক্ত আয়াতটি নিজেও পড়বেন এবং ছাত্রদেরকে পড়াবেন।তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর উপর দুরুদ পাঠ করবেন।
قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ★وَيَسِّرْ لِي أَمْرِي ★وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ★يَفْقَهُوا قَوْلِي
মূসা বললেনঃ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন।এবং আমার কাজ সহজ করে দিন।এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।যাতে তারা আমার কথা বুঝতে পারে।( সূরা ত্বোয়া হা-২৫-২৬-২৭-২৮)
দারস শেষে ইস্তেগফার করবেন। এবং নিম্নোক্ত দু'আটি পড়বেন।
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا أَنْتَ ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ،
(أخرجه: النسائي في “الكبرى” (10257)، وفي “عمل اليوم والليلة” (424 )، والطبراني في “الكبير” (1/138/1586)، والحاكم (1/720)