আসসালামু আলাইকুম
আমার পূর্বোক্ত প্রশ্ন হচ্ছে https://ifatwa.info/92475/
সেখানে বলেছিলাম যে অফিস থেকে পিকনিকের জন্য লটারি ও বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এই খেলাধুলা ও লটারির বিভিন্ন কাজের দায়িত্ব যেমন: খেলার আয়োজন, খেলায় সার্বিক সহযোগিতা, লটারির টিকেট বিক্রি করা, লটারি কেনা ইত্যাদি। এই কাজ গুলোর দায়িত্ব অফিসের উচ্চতর কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
বি:দ্র: আমার পূর্বের প্রশ্ন টা একটু দেখে নিবেন দয়া করে
উল্লেখ্য যে, আমাদের অফিসে যে সালাতের জায়গা আছে, সেখানকার কিছু উচ্চতর কর্মকর্তা সালাত পড়ান, ৩ জন আছেন, একজন অনুপস্থিত থাকলে আরেকজন সালাত পড়ান। তাদের ও তো উপরোক্ত বিভিন্ন কাজের দায়িত্ব দেয়া হয়েছিলো, তারা ইচ্ছায় অনিচ্ছায় অথবা বুঝে বা না বুঝে দায়িত্ব পালন করেছে হয়তোবা যেমন- খেলাধুলার আয়োজন/লটারি সংক্রান্ত কাজ কর্ম। আমার প্রশ্ন নিম্নরূপ-
১) তাদের পিছনে সালাত আদায় করলে কি সালাত আদায় হবেনা?
২) উপরোক্ত কাজগুলো দ্বারা তারা কি ফাসেক?
৩) যিনি সালাত পড়ান একজন মজা করে মিথ্যা বলেন, তার পিছনে সালাত হবে না?
৪) একজন ২ টা লটারি তে বিজয়ী হয়েছে, তাই আমি বুঝেছি যে তিনি হয়তো লটারি কিনেছেন ইচ্ছে করে, তো তার পিছনে কি সালাত হবেনা?
৫) যেহেতু অফিসে সালাত আদায়ের জায়গা আছে, তাই অফিস থেকে বের হয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করতে দিবেনা যদিও অফিসের পাশেই মসজিদ। যদি তাদের পিছনে সালাত পড়লে আদায় বা কবুল না হয়, তাহলে আমার কি করণীয়?
৬) দুপুর১ টার সময় যোহরের ওয়াক্তে অফিসে জামায়াত হয় ১:১০ এ আর মসজিদে হয় ১:১৫ তে যদি আমি মসজিদে গিয়ে সালাত আদায় করি তো তাহলে বাসায় আসতে আসতে আবার ৩০ বেজে যায়, তখন আমার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়ার সময় থাকেনা, আবার অফিসে চলে যেতে হয়। যদি অফিসেই জামাতে সালাত পড়ি তো ১০ মিনিটের মতো সেইভ হয় আমার, তো এখন কি এই কথাটা মাথায় রেখে অফিসেই সালাত পড়তে পারবো? আর একটি কথা যোহরের সালাত যিনি পড়ান অফিসে তাকে দেখেছিলাম মজা করে মিথ্যা বলতে, তার পিছনে সালাত আদায় হবে?
৭) বর্তমানে তো হালাল-হারাম সম্পর্কে অনেকেই সচেতন না অথচ তারাই আমাদের নেতৃত্ব দেয়। উপরোক্ত ব্যক্তিগুলো যদি আরো অন্য কোনো ফাসেকী কাজে লিপ্ত থাকে সেইগুলো তো আমি জানিনা, তো এক্ষত্রে কি সালাত হবেন?
৮) ফাসেকের পিছনে সালাত আদায় জায়েজ নয়। এক্ষেত্রে কি সালাত কবুল ই হবেনা? বা আদায় হবেনা? নাকি তার পিছনে সালাত আদায় করলে আলাদা করে গুনাহ হবে? কোনটা বুঝানো হয়েছে এখানে?