১. স্ত্রী কে বা অন্য কোথাও সংখ্যা লিখার পরে কেও যদি তালাকের নিয়ত পরে, নিয়ত নিয়ে লিখা নয় লিখার পরে নিয়ত করে এতে কি তালাক পতিত হয়?
শায়েখ আমার আগমীকাল আনুষ্ঠানিক বিবাহ তার আগে দুইএকটি বিষয় না জানলে শান্তি পাচ্ছি না কোনো ভাবেই, এইগুলো ওসওয়াসা কি না তাও পরিষ্কার বুঝতেছিনা।প্লিজ বিশেষ বিবেচনায় জবাব দিয়ে একটু সাহায্য করুন...
২.কারো যদি বউকে ম্যাসেজে একটি সংখ্যা লিখে দেওয়ার সময়, সংখ্যা টি লিখে যদি তার মাথায় তালাক শব্দ চলে আসে, , কিন্তু মাঝে মাঝে এই শব্দ মাথা থেকে তাড়াতে এতে কি কোনো সমস্যা হবে? মাঝে মাঝে শব্দটি তাড়ানোর চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে তাড়াই না মনে গয় যেমন ইচ্ছে করেই মনে মনে আনছি।..
( তার মাথায় প্রায়ই বিভিন্ন সংখ্যা উল্লেখের সময়, তালাকের ভাবনা, কল্পনা ইত্যাদি চলে আসে,যদিও তার স্ত্রী ত্যাগের কোনো ইচ্ছেই নাই)
৩. স্ত্রী যদি বলে "আমি কি তোমাকে ছেড়ে দেবো এখন?" এই কথা বলার পরে যদি স্বামী চুপ থাকে ও পরবর্তী তে বউ নিয়ত ছাড়া কোনো কেনায়া বাক্য বলে, তাহলে কি তালাক পতিত হয়?
(যেমন: আমি তোমার সাথে নাই, তুমি তোমার পথে যাও ইত্যাদি)
৪. বউকে টাকা দিবো বুঝানোর জন্য "কালকে তোমারে ৫ হাজার টাকা" এই লেখা লেখার সময় অভ্যাসের ধরুন মনের মাঝে "কালকে তোমারে ৫হাজার " লিখার পরে মনে মনে তালাক শব্দটি চলে আসে, কিন্তু তার বউকে ত্যাগের ইচ্ছেই নাই, এতে কি তালাক হবে?