১)মেয়েদের যুলফি মানে কানের নিয়ে যেই চুল বা পশম সেগুলো তুলে ফেলা জায়েজ আছে কি?
(আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক নারীদের অভিশাপ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,
لَعَنَ اللَّهُ الواشِماتِ والمُسْتَوْشِماتِ، والنامصات والمُتَنَمِّصاتِ، والمُتَفَلِّجاتِ لِلْحُسْنِ، المُغَيِّراتِ خَلْقَ اللَّهِ
আল্লাহ তায়ালা ঐসকল মহিলাদের অভিসম্পাত করেন, দেহে উল্কি আঁকায় [১], অন্যকে উল্কি আঁকাতে উৎসাহিত করে, চেহারার (গালের, ক্রর, যুলফির পশম তুলে ফেলে [২], অন্যকেও করার জন্য উৎসাহ দেয় [৩], দাঁত ঘষে ঘষে মসৃণ করে সৌন্দর্য্যের জন্য [৪], এবং আল্লাহর সৃষ্টাবস্থার পরিবর্তন করে।)
২) মেয়েরা স্বামীর সামনে শার্ট গেঞ্জি পরিধান করতে পারবে কি?
৩) মেয়েরা স্বামীর সামনে জিন্স পরিধান করতে পারবে?