ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা‘আলা বলেন,
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
‘‘তোমরা আল্লাহ তা‘আলার ইচ্ছার বাইরে কিছুই ইচ্ছা করতে পারো না। আল্লাহ সর্বজ্ঞ ও সুবিজ্ঞ’’। (সূরা দাহার: ৩১)
আল্লাহ তা‘আলা আরো বলেন,
وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
‘‘তোমরা আল্লাহ রাববুল আলামীনের ইচ্ছার বাইরে কোনোই ইচ্ছা করতে পারো না’’।(সূরা তাকবীর-২৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহর হুকুম ব্যতিত কিছুই হবে না। প্রত্যেক জিনিষেই আল্লাহর হুকুম লাগবে। জ্বীনদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, আল্লাহর হুকুম হলেই কেবল তারা তাদের মত কাজ আঞ্জাম দিতে পারে।
এখানে প্রথম কথা হল, জ্বীন দ্বারা যে কাজ করানো হবে, এটা কতটুকু সত্য। আপনি তো জ্বীন দেখবেন না। তাছাড়া যিনি জ্বীন ব্যবহার করবেন, তিনিও তো কখনো জ্বীন দেখেননি। এটা সাধারণ টাকা রোজির ফন্দি।
দ্বিতীয়ত, জ্বীন সে আল্লাহর হুকুম ব্যতিত কিছুই করতে পারবে না। তাছাড়া মানুষদের বিষয়ে নাক গলানোর তার কোনো অধিকার নাই। সুতরাং জ্বীন ব্যবহার না করে বরং আল্লাহর কাছে দু'আ করুন।