আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহ।
আমি প্রায় সাড়ে তিন বছর ধরে বিয়ের চেষ্টা করছি।অর্ধেক দ্বীন ডট কম এর মাধ্যমে একটা প্রপোজাল আসে। ইস্তিখারা করেই আল্লাহর সাহায্য নিয়ে এগিয়েছিলাম।পারিবারিক ভাবেই আমাদের দেখা সাক্ষাৎ হয়। সব কিছু ঠিক ঠাক হয়ে যায়,এমন কি মোহরানা পর্যন্ত নির্দারণ হয়ে যায়। কিন্তু উড়ন্ত কিছু কথা আর মিথ্যে কিছু অপবাদের কারণে বিয়েটা আর হয় নাই। পরবর্তীতে আমার পরিবারের কাছে সত্য স্পষ্ট হলো,কিন্তু ওনারা মানুষে কি বলবে, একটা প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবার সেটার কথা বললে সামাজিক মানসম্মান কোথায় যাবে! আমাকে এর থেকে ও ভালো জায়গায় বিয়ে দিতে পারবে এসব ধারণা থেকে তারা আর আগায় নি। একটা বছর গত হয়ে গেল। কিন্তু এই প্রপোজাল টাকে কোন মতেই মন থেকে সরাতে পারছি না। কল্যাণ নেই ভেবে,পারিবারিক ভাবে আসা বায়োডাটা গুলো নিয়ে ইস্তিখারা ও করে দেখেছিলাম কিন্তু মন সাই দিচ্ছে না। পাত্র ও অপেক্ষা করে আছে কখন আবার আমার পরিবার সম্মতি দেয়। খুব পেরেশানির মধ্যে আছি। এই ব্যাপারে ২০ বারের ও বেশি ইস্তিখারা করেছিলাম, আল্লাহ যেন সহজ করে দেন। কিন্তু পরিস্থিতি বদলায় নি।আমার আম্মুই আসলে রাজি না, মামা, খালামণি অনেক বুঝিয়েছেন আম্মুকে। লাভ হয় নি।
এমতাবস্থায়, আমি পরিবারের দিকে তাকিয়ে তাদের হক্ব নষ্ট হবে দেখে কোন সিদ্ধান্তে উপনিত হতে পারছি না।এদিকে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে নিজেরা গোপনে বিয়ে করার ব্যাপারে ভাবছিলাম, যখন পরিবার সম্মত হবে তখন আবার নতুন করে সব হবে এই ভেবে।যেহেতু অন্য কোথাও মন বসছে না। কিন্তু ভয় পাচ্ছি এতে করে আমার বিয়ে কি শুদ্ধ হবে! আমার আব্বু আম্মুর প্রতি কি জুলুন হবে আমার দ্বারা? শায়খ একটু আমাকে সাহায্য করুন দয়া করে।মনের এমন দোটানায় খুব অসহায় লাগছে।আল্লাহ সহজ করুন।