ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারীর জন্য পর্দা করা ফরয।পর্দার সারমর্ম হল,ফি মিক্সিং পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা।গায়রে মাহরাম পুরুষ থেকে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।পর্দা সম্পর্কে বিস্তারিত জানুন-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু পাত্র-পাত্রী পরস্পর পরস্পরকে দেখে নিয়েছে, কথাবার্তা হওয়ার পর পছন্দ হয়ে গেছে, তাই এখন কথা বলাকে অপ্রয়োজনীয় কথা বলা হিসেবেই বিবেচনা করা হবে। চায় সেটা মাহরামের উপস্থিতিতেই হোক না কেন।
আপনাদের জন্য সহজ ও সুন্দর সমাধান হল, যেহেতু উভয়ের পরিবার রাজী রয়েছেন, তাই হয়তো পাত্র অতিদ্রুত দেশে চলে আসবে অথবা স্বামীর পক্ষ থেকে উকিল নিযুক্তির মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হবে। স্বামী মুবাইল কলে বা মেসেজ কিংবা চিঠির মাধ্যমে একজনকে উকিল নিযুক্ত করে দিবেন।উকিল দুইজন সাক্ষীর সামনে পাত্রীর নিকট গিয়ে বলবেন যে, আমি এত টাকার বিনিময়ে তোমাকে অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, রাজী থাকলে কবুল বলুন, পাত্রী কবুল বলে ফেললেই বিবাহ হয়ে যাবে। তারপর আপনারা স্বামী স্ত্রী হয়ে যাবেন।