আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
246 views
in সালাত(Prayer) by (54 points)
একজন মহিলা ঢাকায় থাকেন।

সফর দূরত্বে তার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ী।

শ্বশুরবাড়িতে থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে,যেমন তার ঢাকার বাড়িতে আছে। তিনি প্রায়ই আসেন এখানে থাকতে।

১. শ্বশুর বাড়িতে থাকলে উনি কি সালাত কসর করবেন? ১৫ দিনের কম থাকলে?

২.বাপের বাড়িতে কি সালাত কসর করবেন?

৩.উনার ভাইয়ের বাসা,ননদের বাসা,দেবরের বাসা,বোনের বাসায় সালাত কসর করবেন?

1 Answer

0 votes
by (633,150 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
والوطن الأصلي هو الذي ولد فيه" الإنسان "أو تزوج" فيه "أو لم يتزوج" ولم يولد فيه "و" لكن "قصد التعيش لا الارتحال عنه ووطن الإقامة موضع" صالح لها على ما قدمناه وقد "نوى الإقامة فيه نصف شهر فما فوقه"
ওয়াতানে আসলীঃ ঐ স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করেছে,অথবা বিয়ে করেছে(সাথে বসবাসেরও নিয়ত করেছে)অথবা জন্মগ্রহণ ও করেনি এবং বিয়ে ও করেনি তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের দৃঢ়তর  ইচ্ছা পোষণ করেছে,সেখান থেকে সে অন্য কোথা যাবে না।এমন স্থানকে ওয়াতানে আসলী বলে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/107


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ঐ মহিলার স্বামীর বাবার বাড়িতে স্বামী মুকিম।কেননা সেটা তার ওয়াতানে আসলী। যেভাবে বর্তমান ভিন্ন জায়গার বাড়িটিও ওয়াতানে আসলী। স্ত্রীর তার স্বামীর অনুগামী হয়ে থাকে। সুতরাং স্বামীর মত স্ত্রীও স্বামীর বাবার বাড়ী তথা উক্ত স্ত্রীর শ্বশুর বাড়িতে মুকিম হিসেবে বিবেচিত হবে। ১৫ দিনের কম সময় অবস্থান করলেও তখন পূর্ণ নামায পড়তে হবে।

(২) স্ত্রী তার বাবার বাড়ীতে কসর সালাত আদায় করবে।
(৩) স্ত্রীর ভাইয়ের বাসা, ননদের বাসা,দেবরের বাসা,বোনের বাসা যদি সফর সমপরিমাণ দূরত্বের না হয়,তাহলে পূর্ণ নামায পড়তে হবে।নতুবা কসর আদায় করা হবে।

দারুল উলূম দেওবন্দ, ফাতাওয়া নং
Fatwa ID: 162-162/M=3/1436-U


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 221 views
0 votes
1 answer 256 views
0 votes
1 answer 183 views
0 votes
1 answer 340 views
0 votes
1 answer 387 views
...