ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সিজদার সময় জমিনের শক্ততা অনুভূত হতে হবে। জমিনের শক্ততা অনুভূত না হলে নামায বিশুদ্ধ হবে না। যদি বিছানাতে সিজদা দিলে জমিনের শক্ততা অনুভূত না হয়, তাহলে নামায হবে না।
(২) নামাজে সিজদাহ্তে চোখ বন্ধ রাখা যাবে না বরং নিকের দিকে চোখ নিবিষ্ট রাখতে হবে।
(৩) নামাজ এর সিজদাহ্তে চোখ বন্ধ হয়ে আসলে, খোলা রাখার চেষ্টা করবেন।
(৪) অন্ধকার ঘরে নামাজ পরা মাকরুহ।
(৫) চোখ বন্ধ করে নামাজ পরা মাকরুহ।
(৬) তাদের সাথে খারাপ আচরণ না করে বরং তাদেরকে বুঝিয়ে বলুন। তাদেরকে বুঝানোর আপ্রাণ চেষ্টা করুন। এবং সালাতুল হাজত পড়ে নিজের কল্যাণ চেয়ে চেয়ে দু'আ করতে থাকুন।
(৭) বিবাহ বহির্ভূত কোনো প্রকার সম্পর্ক রাখা জায়েয হবে না। আপনার পরিবার পাত্রকে দেখতে যাক। আপনি আল্লাহর কাছে দু'আ করতে থাকুন। আল্লাহ আপনার সহায় হোক,আমীন।