আসসালামু আলাইকুম।
(০১) আমাকে নিয়মিত রুকিয়া করতে হয়,যেখানে,আমি বদনজর এর গোসল অনেক দিন যাবত করছি।বদনজরের গোসলে আমাকে গোসলের পানিতে হাত ডুবিয়ে তিলাওয়াত করতে হয়।তাহলে এই পানি কি ব্যবহৃত পানি হয়ে যাবে?
আমি সুন্নত পন্থায় গোসল করি,তাই এতদিন গোসল করে পুনরায় ওযু করতাম না।এইভাবেই যোহরের সালাত আদায় করেছি।আমার কি এতদিনের সালাত হয়েছে?(যদি এটা ব্যবহৃত পানি হয়ে যায়)।সালাত না হয়ে থাকলে কি করণীয়?
আরেকটি প্রশ্ন।
(০২)
আমি অতীতে অনেক সালাতের ক্ষেত্রে ব্যবহৃত পানি দিয়ে ওযু করেছি।ব্যাপার টা এমন যে,ট্যাপ ছেড়ে ওযু করেছি,নিচে মগে পানি জমা করেছি।সেই পানি দিয়ে ওযুর শেষ অংশ হিসেবে পা ধুয়ে নিয়েছি।
এখন আমার এই নামায গুলা নিয়ে কি করণীয়? (এভাবে কত নামাজ পড়েছি আমার মনে নেই)