আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি পেশায় একজন ডাক্তার, বর্তমানে আবুদাবীতে একটি হসপিটালের তত্বাবধানে মাসিক বেতন ভিত্তিতে ডাক্তার হিসেবে চাকুরি করছি। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ স্বচ্ছল অবস্থা নিয়ে ডাক্তারি পেশার সাথে ছিলাম। সামাজিক নিরাপত্তা, ভবিষ্যত, অন্যান্য সুযোগ-সুবিধা এবং ফেতনামুক্ত দ্বীনের কথা ভেবে পরিবার নিয়ে আবুদাবিতে ১ বছর ধরে বসবাস করছি। তবে পশ্চিমা সংস্কৃতির চর্চা এইদেশেও অনেক আগে থেকে চলে আসছে। যেমন: প্রত্যেক বিল্ডিং এর নিচে স্পা সেন্টার, বার, পতিতালয় ইত্যাদি। ডাক্তার হিসেবে আমার কাছে অনেক রুগী আসেন যারা এইডসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত যার কারণ অবৈধ মিলন। আমি ডাক্তার হিসেবে তাদের এইকাজে নিষেধ করতে পারি না, বরং বলতে হয় আপনি প্রোটেকশন নিবেন, কিংবা অমুক ব্র্যান্ডের কনডম ইউস করবেন। আবার যেসব রুগী অতিরিক্ত মদপানের কারণে অসুস্থ তাদের বলতে পারি না আপনি মদ খাবেন না। বরং বলতে হয় আপনি কিছুদিনের জন্য মদ খাওয়া বন্ধ রাখেন। অথবা এই ছয় মাস আপনি অল্প খাবেন। একজন মুসলিম হিসেবে আমরা জানি যেনা-ব্যভিচার, মদ্যপানের জন্য কোরআনে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এই বিধি নিষেধগুলো রুগীকে করতে পারি না, কেননা হসপিটাল থেকে আমাদের উপর চাপ থাকে। এই অবৈধ কাজে আমি নিষেধ করেছি এই মর্মে কোনো রুগী যদি অভিযোগ করেন, তাহলে আমাকে এই চাকরি থেকে বর্খাস্ত করা হবে। এই অবস্থায় আমার ইনকাম কি হারাম হচ্ছে? উপরেই বলেছিলাম, আমাদেরকে হসপিটাল থেকে মাসিক ভিত্তিতে বেতন দেওয়া হয়। আমাদের দেশের মত প্রত্যেক রুগী থেকে ভিজিট নিয়ে ট্রিটমেন্ট করবো এমনটা নয়। তাহলে কি আমার ইনকামে হালাল-হারাম মিশ্রিত হচ্ছে?
বাংলাদেশে স্বচ্ছল অবস্থায় ডাক্তারি করার সুযোগ এখনো আছে। হয়তো একটু কষ্ট হবে। কিন্তু সামাজিক নিরাপত্তা এবং ইমান-আমলের কথা ভেবে পরিবার নিয়ে এই দেশে থাকতে বেশি স্বাছন্দবোধ করছি। এখন আমার কি করা উচিত হবে মেহেরবানি করে জানালে উপকৃত হবো। যদি আমার ইনকাম হারাম হয়, তার দালিলিক প্রমাণ দিলে খুশি হবো।