জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে আযানের উত্তর দেওয়ার যে নির্দেশ এসেছে তা সরাসরি মুআযযিন থেকে শোনা আযানের ব্যাপারে বলা হয়েছে।
হাদীস শরীফে এসেছে-
عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه و سلم قال ( إذا سمعتم النداء فقولوا مثل نما يقول المؤذن )
হযরত আবূ সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যখন তোমরা আজান শোন! তখন তা’ই বল যা মুয়াজ্জিন বলে। তথা আজানের জবাব দাও।
{সহীহ বুখারী, হাদীস নং-৫৮৬, সহীহ মুসলিম, হাদীস নং-৮৭৪, সুনানে আবু দাউদ, হাদীস নং- ৫২২, সুনানে তিরমিজী, হাদীস নং-২০৮, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৭২০, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-১৬৩৭, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৭৮৪}
শরীয়তের বিধান হলো টেলিভিশন বা ইউটিউব চ্যানেলে রেকর্ডকৃত আযান প্রচারিত হলে তার জবাব দেওয়া সুন্নত বলে বিবেচিত হবে না।
তবে যদি কোনো মসজিদের মুয়াজ্জিনের আজান টেলিভিশনে/ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়,তাহলে তার জবাব দিলে সুন্নাত আদায় হবে,ইনশাআল্লাহ।
(আপকে মাসায়েল আওর উনকা হল : ১/১৭০)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সময়ের সফটওয়্যার টাতে যখন আযান চলে,তখন আযানের উত্তর দেওয়া যাবেবা। এতে আপনি আযানের জবাব দেয়ার সওয়াব পাবেননা।
তবে এতগুলো বার আল্লাহু আকবার ও কালেমা পাঠ ইত্যাদি যিকিরের ছওয়াব অবশ্যই পাবেন।
আপনি যদি ইউটিউব লাইভ থেকে খুতবা শুনেন, তাহলে যদিও খুতবা শ্রবনের ন্যায় ছওয়াব পাবেননা,তারপরেও গুনাহ থেকে বেঁচে থাকা,অনেক কুরআনের আয়াত,হাদীস,নসিহত শোনার দরুন ছওয়াব পাবেন।
★লাইভ দেখে কোনোক্রমেই জামাতে শরীক হওয়া যায়না।