https://www.facebook.com/profile.php?id=61553324411507
আসসালামু আলাইকুম উস্তায, উপরে আমার একটি এফিলিয়েট পেইজের লিংক দিয়েছি। যেখান থেকে আমি ওয়ান উম্মাহর প্রোডাক্ট সেল করে দেই ২০% কমিশন নিয়ে। ওয়ান উম্মাহ তাদের প্রোডাক্টের ব্যাপারে যা বলে তার থেকে বেশি আমি বলি না ইনশাআল্লাহ। আর কেউ জানতে চাইলে বলি, ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট ই পাবেন। আমি ওয়ান উম্মাহ বিডিকে নিজ থেকে বলেও দেই ' এই অর্ডার নাম্বারের প্রোডাক্ট যেন এভাবে এভাবে কেয়ারফুলি দেয়া হয় '।
আমার পেইজটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার যা আয় হচ্ছে তা কি পুরোপুরি হালাল হচ্ছে? আমার কোনো করণীয় আছে কি? আমি আসলে শিউর হতে চাচ্ছিলাম৷ যদিও আগেও এখান থেকে আমি এফিলিয়েট কাজের মাসআলা জেনেছি। তবু।
২য় প্রশ্ন : উস্তায, আমার শখের কাজ রান্না করা৷ আবার, রান্নার বিভিন্ন রেসিপিও শেয়ার করতে ভালোবাসি। এজন্য আমি রেসিপি শেয়ারের জন্য একটা পেইজ খুলতে চাচ্ছি। এখন, আমার এই রেসিপির পেইজ খোলাটা কেমন কাজ হবে? আমার মৃত্যুর পর কোনোভাবে জবাবদিহি করা লাগবে না তো? আমার এই কাজের জন্য? আমি ওই পেইজে বিভিন্ন শিক্ষামূলক কথাও অবশ্য লিখতে চাই ইনশাআল্লাহ। আর যদি নিজস্ব বিজনেস কোনোদিন করি তাহলে ওই রেসিপির পেইজটাই ব্যবহার করতে ইচ্ছুক।
৩য় প্রশ্ন : আইফতোয়ায় একটা মাসআলা দেখেছিলাম, রোজা অবস্থায় মেয়েদের লজ্জাস্থানে ভেজা আংগুল প্রবেশ করলে রোজা ভেঙে যাবে।
এখন, আব্দুল ওয়াহিদ উস্তাযের নিকট জিজ্ঞাসার পর তিনি বলেছেন যে, লজ্জাস্থান তো রোজা ভংগের কোনো স্থান না। এখন, কোনটা আসলে সঠিক? আর যদি আংগুল প্রবেশের কারণে রোজা ভেঙেই যায় তাহলে তা কতটুকু প্রবেশ করলে ভাংবে? স্বাভাবিকভাবে টয়লেটের সময় ক্লীন করতে গিয়ে যে হালকা একটু প্রবেশ করে তাতেও ভেঙে যাবে?
আর পায়খানার রাস্তায় যদি পানি প্রবেশ করে তাহলে কি সেটা বুঝা যায়? আমি কখনও বুঝতে পারি না যে পানি কি প্রবেশ করে ফেলল কি না। মাঝেমধ্যেই রোজা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়ে যায়।