ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বেসিনে অজুর ৯০% সমাপ্ত করে কেবল পা যদি বাথরুমে ধৌত করা হয়, তাহলেও অজু হবে। বাথরুমে অজু করা নিষেধ নয়। তবে বাথরুমের ভিতর বিসমিল্লাহ বা অজুর দু'আ পড়া যাবে না।
(২)
গোসল করে নিলে পবিত্রতা অর্জন হয়ে যায়। এরপর অজু করা ব্যতিত নামায পড়া যাবে। হ্যা, ফরয গোসলের সময় গোসলের ফরয গুলো আদায় করে গোসল করতে হবে। ফরয গোসল হোক বা ঠান্ডা অর্জনের নিমিত্তে সাধারণ গোসল হোক, সকল প্রকার গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব।
(৩)
ফরয গোসলের পর পা ধৌত করা কাপড় পরিধানের পূর্বে করা হবে। এক্ষেত্রে একবার ধৌত করলেও হবে।হ্যা, তিনবার ধৌত করা মুস্তাহাব।
(৪)
(তায়্যিব আব্দুন-নূর)(ওয়াজিহা মালিয়াত)
এই নাম দুইটা ঠিক আছে।
(৫) কুরআনের মুসহাফের ছবি তুলে পরবর্তীতে বাসে বা কোথাও বসে পড়া যাবে। তবে অজুর সাথে পড়াই উচিৎ।