ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের ধারাবাহিক অভিভাবক
নিম্নোক্ত ব্যক্তিবর্গ নাবালক সন্তানের বিবাহের ওলী (তথা নাবালক সন্তানকে তারা যে কোনো জায়গায় বিয়ে দিতে পারবেন) এবং সাবালক সন্তানেরও(মুস্তাহাব পর্যায়ের) অভিভাবক। যথাক্রমে তারা হলেন,
(১) বাবা (২) দাদা (৩) পরিদাদা বা এর চেয়ে উর্ধতন পুরুষগণ। (৪) (আপন) ভাই (৫) সৎ ভাই (৬) আপন ভাইয়ের ছেলে (৭) সৎ ভাইয়ের ছেলে (৮) আপন চাচা (৯) সৎ চাচা (১০) আপন চাচার ছেলে (১১) সৎ চাচার ছেলে (১২) বাবার আপন চাচা (১৩) বাবার সৎ চাচা
(১৪) বাবা আপন চাচার ছেলে (১৫) বাবার সৎ চাচার ছেলে, (১৬) দাদার আপন চাচা (১৭) দাদার সৎ চাচা
(১৮) দাদার আপন চাচার ছেলে (১৯) দাদার সৎ চাচার ছেলে।(আবকে মাসাঈল আউর উনকা হল)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মামা, খালা ইত্যাদিরা কিন্তু আপনার অভিভাবক নন।অন্যদিকে আপনার বাবার বাড়ীর লোকজনরা যেহেতু আপনার দায়িত্ব নিচ্ছে না। এবং সরকারও আপনার অভিভাবক হবে না, তাই আপনি আপনার মায়ের সাথে আলোচনা করে অনলাইনে বায়োডাটা দিতে পারবেন। এবং এক্ষেত্রে বলতে পারবেন যে আপনার অভিভাবকের অনুমতি তাতে রয়েছে।